রিয়ালে এখন ‘যেমন ইচ্ছে’ খেলতে পারছেন এমবাপে | চ্যানেল আই অনলাইন

রিয়ালে এখন ‘যেমন ইচ্ছে’ খেলতে পারছেন এমবাপে | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

পিএসজি থেকে রিয়াল মাদ্রিদে এসে সেরা ছন্দে ছিলেন না কাইলিয়ান এমবাপে। ফরাসি তারকাকে নিয়ে হচ্ছিল সমালোচনা। সেসময় পাশে পেয়েছেন কোচ কার্লো আনচেলত্তিকে। মৌসুমের মাঝে এসে ছন্দে ফিরেছেন এমবাপে। জড়তা কাটিয়ে দলের সঙ্গে মানিয়ে নিয়েছেন, খেলতে পারছেন নিজের ইচ্ছেমতো, বলছেন এমবাপে নিজেই।

লাস পালমাসকে ৪-১ গোলে হারিয়ে রোববার রাতে লা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে গেছে রিয়াল মাদ্রিদ। শুরুতে পিছিয়ে পড়া দলকে সমতায় ফেরানোর পর আরও একটি গোল করেন এমবাপে। অন্য দুটি গোল করেছেন ব্রাহিম ডিয়াজ ও রদ্রিগো।

ম্যাচ শেষে ২৪ বর্ষী এমবাপে বলেছেন, ‘রিয়াল মাদ্রিদে খেলাটাই স্বপ্নের মতো। সমর্থকরা আমার নাম ধরে চিৎকার করছে, এটা দারুণ ব্যাপার। আমি খুবই খুশি। দলের সঙ্গে এখন মানিয়ে নিয়েছি এবং সতীর্থদের সঙ্গে নিজেকে মেলে ধরে এখন নিজের ইচ্ছেমতো খেলতে পারি। আমরা সবাই এখন উপভোগ করছি।’

‘আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল এটি। আমরা জানি, কী হয়েছে অ্যাটলেটিকো ও বার্সেলোনার ম্যাচে। আমরা তাই জিততে চেয়েছিলাম এবং পেরেছি।’

GOVT

লা লিগায় ২০ ম্যাচ খেলে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল। সমান ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে দুইয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ। আর ৩৯ পয়েন্ট নিয়ে তিনে আছ বার্সেলোনা।

Scroll to Top