রিয়ালে আসা ১৮ বর্ষী আর্জেন্টাইনকে নিয়ে ডি মারিয়া বললেন… | চ্যানেল আই অনলাইন

রিয়ালে আসা ১৮ বর্ষী আর্জেন্টাইনকে নিয়ে ডি মারিয়া বললেন… | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

অ্যাঙ্গেল ডি মারিয়া চলে যাওয়ার ১১ বছর পর রিয়াল মাদ্রিদ আবারও কোন আর্জেন্টাইনকে এনেছে। গত সপ্তাহে ৪৫ মিলিয়ন খরচে ১৮ বর্ষী অ্যাটাকিং মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তানতুওনোকে নিয়েছে। প্রতিভাবান তরুণ আর্জেন্টাইনকে নিয়ে অনেক কথা হচ্ছে। বলেছেন ডি মারিয়াও, ‘রিয়ালের হয়ে খেলতে পারা অসাধারণ, ফ্রাঙ্কোকে প্রত্যেকটি সুযোগই কাজে লাগাতে হবে।’

লস ব্লাঙ্কোসরা ফ্রাঙ্কোর সাথে ২০৩১ পর্যন্ত চুক্তি করেছে। আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেট থেকে তাকে বার্নাব্যুতে এনেছে। ডি মারিয়ার পর রিয়াল জার্সিতে দেখা যাচ্ছিল না কোন আর্জেন্টাইনকে। ২০১০ সালে বেনফিকা থেকে রিয়ালে এসে চার মৌসুম খেলে গেছেন বিশ্বজয়ী মারিয়া।

ফ্রাঙ্কোকে নিয়ে ডি মারিয়া বলছেন, ‘তার প্রতিভা অনেক। আশা করছি দারুণ খেলবে। সত্যিই অসাধারণ সুযোগ রিয়ালে আরেকজন আর্জেন্টাইনকে মাঠে দেখার। সাথে রিয়ালের হয়ে শিরোপা জয়ী হতে দেখাও।’

‘জাবি আলোনসোর অধীনে থাকা দলে শুরুতেই নিজের পজিশনে সেরাটা দেখাতে হবে ফ্রাঙ্কোকে। চলতি মৌসুমে শুরুর দিকেই তার প্রদর্শনী ফ্রাঙ্কোকে এগিয়ে রাখবে দলটির মূল একাদশে জায়গা করে নেয়ার জন্য।’

১৪ আগস্ট রিয়ালে ফ্রাঙ্কোকে পরিচয় করিয়ে দেয়ার সময় ক্লাবটির সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ মেতেছিলেন প্রশংসায়। বলেছেন, ‘ফ্রাঙ্কো বিশ্বের এখনকার সময়ের অন্যতম প্রতিভাবান ফুটবলার।’

Scroll to Top