রিয়ালকে বিধ্বস্ত করে ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএসজি | চ্যানেল আই অনলাইন

রিয়ালকে বিধ্বস্ত করে ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএসজি | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ফিফা ক্লাব বিশ্বকাপে দাপটের সাথে জয় নিয়ে প্রথমবারের মত ফাইনালে পৌছালো ইউরোপীয়ান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইন। ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে ৪ গোল দিয়েছে লুইস এনরিকের শিষ্যরা। ম্যাচের প্রথম থেকেই আধিপত্য বিস্তার করে ফরাসি ক্লাবটি। লস ব্লাঙ্কোসদের হাতে দ্বিতীয় এবং পঞ্চম মিনিটে গোলের সুযোগ আসলেও সেটি রুখে দেয় পিএসজির রক্ষণভাগ। তবে ম্যাচে সেই সুযোগ হাত ছাড়া করেনি ফরাসি দলটি, ম্যাচের ছয় মিনিটে এগিয়ে যায় পিএসজি, নয় মিনিটে ব্যবধান দ্বিগুণ করে তারা।

যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বুধবার রাতে হওয়া ম্যাচ যানজটের কারণে দুদল দেরিতে মাঠে পৌছায়। ফলে নির্ধারিত সময়ের থেকে ১০ মিনিট দেরিতে শুরু হয় খেলা। এ ম্যাচে জোড়া গোল করেন ফ্যাবিয়ান রুইজ, একটি করে গোল করেন উসমানে ডেম্বেলে এবং গঞ্জালো রামোস।

প্রথমার্ধের শুরুতেই হোঁচট খায় রিয়াল। থিবো কোর্ত্তয়া ম্যাচের শুরুতে অসাধারণ দুটি বল ঠেকালেও রক্ষণভাগের ভুলে শুরুতেই গোল হজম করতে হয়। ম্যাচের ছয় মিনিটেই ডেম্বেলের পাস থেকে দলকে এগিয়ে দেন রুইজ। পরবর্তীতে জার্মান সেন্টার-ব্যাক আন্টোনিও রুডিগারের ভুলের খেসারত গুনতে হয় মাদ্রিদকে।

তিনি সঠিক সময়ে বল ডি-বক্সের বাইরের থেকে ক্লিয়ার করতে না পারায় বল যায় ডেম্বেলের কাছে এবং তিনি বাঁপায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন। ২৪ মিনিটে আশরাফ হাকিমির পাসে দলের তৃতীয় এবং নিজের দ্বিতীয় গোল আসে রুইজের থেকে। প্রথমার্ধে ৩-০তে এগিয়ে বিরতিতে যায় পিএসজি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই বেশ কিছু ফাউল হয়। এ সময় দুদলে গোলরক্ষক বেশকিছু শট ঠেকিয়ে দেয়। ম্যাচ শেষ হওয়ার তিন মিনিট আগে ব্রাডলি বারকোলার পাসে চতুর্থ গোলটি এনে দেন ডেম্বেলের বদলি নামা রামোস। শেষ বাঁশি বাজার আগে আর কোন আক্রমণ না আসায় ৪-০ তে শেষ হয় মাদ্রিদের ক্লাব বিশ্বকাপ যাত্রা।

ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে রোববার মুখোমুখি হবে ২০২১ সালের ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন চেলসি এবং চ্যাম্পিয়ন্স লিগজয়ী পিএসজি। অল ইউরোপীয়ান ফাইনালের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

Scroll to Top