রামুতে বাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে সুপ্রিম কোর্টের আইনজীবীসহ নিহত ২ – DesheBideshe

রামুতে বাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে সুপ্রিম কোর্টের আইনজীবীসহ নিহত ২ – DesheBideshe

রামুতে বাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে সুপ্রিম কোর্টের আইনজীবীসহ নিহত ২ – DesheBideshe

কক্সবাজার, ২৫ আগস্ট – কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামুর রশিদনগরে মারসা পরিবহনের যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুজন পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরও হয়েছেন অন্তত চারজন। তাদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রোববার (২৪ আগস্ট) সন্ধ্যার দিকে রামুর রশিদনগরের স্বপ্নতরী বিনোদন কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।

রামু হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, প্রাইভেটকার চালক ও সুপ্রিম কোর্টের আইনজীবী ইয়াসিন আহমেদ এবং এক শিশু। তারা টাঙ্গাইলের বাসিন্দা বলে জানা গেছে। হতাহতরা প্রাইভেটকারের যাত্রী।

ওসি নাসির উদ্দীন জানান, চট্টগ্রামমুখী মার্শা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও এক শিশুকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

আহতদের মধ্যে দুজনকে কক্সবাজার সদর হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত গাড়ি দুটি জব্দ করেছে পুলিশ। নিহতদের মরদেহ রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২৫ আগস্ট ২০২৫



Scroll to Top