Last Updated:
Election Commission On SIR: রাজ্যে স্পেশাল ইনটেনসিভ রিভিশন নিয়ে শুরু হল জোর তৎপরতা। রাজ্যের প্রত্যেকটি স্বীকৃত রাজনৈতিক দলকে চিঠি দিতে তৎপর নির্বাচন কমিশন। সূত্রের খবর শুক্রবারই রাজনৈতিক দলগুলিকে চিঠি দিচ্ছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল।

কলকাতা: রাজ্যে স্পেশাল ইনটেনসিভ রিভিশন নিয়ে শুরু হল জোর তৎপরতা। রাজ্যের প্রত্যেকটি স্বীকৃত রাজনৈতিক দলকে চিঠি দিতে তৎপর নির্বাচন কমিশন। সূত্রের খবর শুক্রবারই রাজনৈতিক দলগুলিকে চিঠি দিচ্ছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল।
প্রত্যেকটি জেলায় ও প্রত্যেকটি বিধানসভায় বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগ করার জন্য দেওয়া হচ্ছে চিঠি। প্রত্যেকটি রাজনৈতিক দল কত জন করে বিএলএ বা বুথ লেভেল এজেন্ট নিয়োগ করছেন তার সংখ্যাও জানাতে বলা হচ্ছে এই চিঠিতে।
সূত্রের খবর, প্রত্যেকটি রাজনৈতিক দলকেই বুথ লেভেল এজেন্ট নিয়োগ এবং কত সংখ্যক বুথ লেভেল এজেন্ট নিয়োগ তারা করলেন তা জানতে চেয়েছে চিঠি দিচ্ছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক।
স্পেশাল ইনটেনসিভ রিভিশন চলাকালীন কোনও অস্বাভাবিকতা থাকলে যাতে সহজেই তা নজরে আসে সেই কারণেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক প্রত্যেকটি রাজনৈতিক দলকে বুথ লেভেল এজেন্ট নিয়োগ করতে এই চিঠি দিচ্ছেন বলেই নির্বাচন কমিশন সূত্রে খবর।
চিঠি প্রসঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানালেন, “আমরা জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ মেনে এই চিঠি দিচ্ছি প্রতিটি রাজনৈতিক দলকে। অনুরোধ করব যাতে প্রত্যেকটি রাজনৈতিক দল গণতান্ত্রিক প্রক্রিয়া মেনে এই উত্তর আমাদের দেয়।”
Kolkata,West Bengal
August 01, 2025 12:49 PM IST