রাজধানীর উত্তর বাড্ডায় বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার ৬ ডিসেম্বর রাত ৭টা ৫৪ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস থেকে এক খুদে বার্তার মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া জায়নি।
এতে বলা হয়, উত্তর বাড্ডায় বৈশাখী পরিবহনের একটি বাসে রাতে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে বারিধারা ফায়ার স্টেশন থেকে দু’টি ইউনিট পাঠানো হয়। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করে। রাত ৮টা ১২ মিনিটে আগুন নির্বাপণ করা হয় বলেও জানানো হয়।