রাজধানীর খিলক্ষেতে কাভার্ড ভ্যানের চাপায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) দুই পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। নিহতরা হলেন আশরাফ আলী ও নেহার খাতুন। তারা খিলক্ষেত এলাকায় ভাড়া থাকতেন।
রোববার (৬ জুলাই) সকালে ‘লা মেরিডিয়ান’ হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
খিলক্ষেত থানার ডিউটি অফিসার এসআই আলামিন বলেন, সকাল ৫.১৫ মিনিটের সময় উত্তরা থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুজন প্রাণ হারান।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, আজ ভোরে ‘লা মেরিডিয়ান’ হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। মরদেহ দুটি বর্তমানে থানায় রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ দুটি মর্গে পাঠানোর হবে। ঘাতক কাভার্ড ভ্যানটিকে জব্দ ও চালক আবুল কাশেমকে আটক করা হয়েছে।