যুব ওয়ানডেতে স্কালভিকের রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরি | চ্যানেল আই অনলাইন

যুব ওয়ানডেতে স্কালভিকের রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরি | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

জিম্বাবুয়েতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ ও সাউথ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দল। প্রথম ম্যাচে স্বাগতিক যুবাদের বিপক্ষে ব্যাটে ঝড় তুলেছেন প্রোটিয়া ওপেনার জর্খ ফন স্কালভিক। তার রেকর্ড গড়া দুই শতাধিক রানের ম্যাচে জিম্বাবুয়েকে ২৭৮ রানে হারিয়েছে সাউথ আফ্রিকা।

১৫৩ বলে ২১৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ফন স্কালভিক। ১৯ চার ও ৬ ছক্কায় সাজানো ইনিংস। যুব ওয়ানডে ইতিহাসে প্রথম ডাবল সেঞ্চুরির কীর্তি গড়লেন প্রোটিয়া ব্যাটার। আগে শ্রীলঙ্কার হাসিথা বোয়াগোদার ১৯১ রান ছিল সর্বোচ্চ। ২০১৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে কেনিয়ার বিপক্ষে আগের সর্বোচ্চ রানের কীর্তি গড়েছিলেন তিনি।

হারারেতে টসে জিতে আগে ব্যাটে নেমে ৪৯.৫ ওভারে ৩৮৫ রান করে সাউথ আফ্রিকা। স্কালভিকের ২১৫ রানের পাশাপাশি জ্যাসন রোয়েলস ৭৯ বলে ৭৬ রান করেন। ২২ বলে ৪১ রান করেন পল জেমস।

স্বাগতিকদের হয়েন তাতিন্দা ছিমুগোরো ৬ উইকেট নেন। শেলটন মাজবিতোরেরা নেন ২ উইকেট।

জবাবে ২৪.৩ ওভারে ১০৭ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। দুই ওপেনার নাথানিয়েল হ্লাবাঙ্গানা ও কুপাকওয়াশে মুরাডজি কেবল দুঅঙ্কের ঘরে পৌঁছাতে পারেন। হ্লাবাঙ্গানা ২৮ বলে ৩১ এবং মুরাডজি ৪৮ বলে ৪০ রান করেন। বাকিদের কেউ ৭ রানের বেশি করতে পারেননি।

প্রোটিয়া বোলারদের মধ্যে এনাথি কিটশিনি ৪ উইকেট নেন। বায়ন্ডা মাজোলা ৩টি এবং দায়ালান বোশ দুটি উইকেট নেন।

শনিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের মুখোমুখি হবে প্রোটিয়ারা।

Scroll to Top