মোহাম্মদপুরে বছিলা সড়ক সংস্কারের দাবি এলাকাবাসীর

মোহাম্মদপুরে বছিলা সড়ক সংস্কারের দাবি এলাকাবাসীর

রাজধানীর মোহাম্মদপুরের অন্যতম ব্যস্ত সড়ক বেড়িবাঁধ তিন রাস্তা থেকে বছিলাগামী সড়কের সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা।

মোহাম্মদপুরে বছিলা সড়ক সংস্কারের দাবি এলাকাবাসীরমোহাম্মদপুরে বছিলা সড়ক সংস্কারের দাবি এলাকাবাসীর

শুক্রবার (১৫ আগস্ট) বেলা ১১টার দিকে বেড়িবাঁধ ৩ রাস্তার মোড়ে বছিলা স্যোশাল প্ল্যাটফর্মের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে স্থানীয়রা এ দাবি জানান।

মানববন্ধনে বছিলা স্যোশাল প্ল্যাটফর্মের প্রধান এম এ রশীদ বলেন, মোহাম্মদপুর বেড়িবাঁধ তিন রাস্তা থেকে বছিলা ব্রিজ পর্যন্ত ৩ কিলোমিটারেরও কম রাস্তা। কিন্তু এই রাস্তার ভোগান্তির শিকার কয়েক লাখ মানুষ।

বর্তমানে এই রাস্তাটি শুধু বছিলা বাসী ছাড়াও কেরানীগঞ্জ উপজেলার বাসিন্দাদের ঢাকায় প্রবেশের অন্যতম মাধ্যম। কিন্তু প্রতিদিনই এই রাস্তায় ভোগান্তির শিকার হচ্ছে মানুষ।

তিনি আরও বলেন, আমরা বারবার সিটি করপোরেশনে আবেদন করলেও সাড়া দেয় নি। এই সড়কটি প্রায় ৩০০ ফিট হলেও চলাচলের জন্য ৪০ ফিটেরও কম রাস্তা রয়েছে। দুই পাশেই অবৈধ দখল রয়েছে। এমন কি পুলিশও এই রাস্তা দখল করে গ্যারেজ তৈরি করেছে। একটি মহল রাস্তার অন্তত ৬০ ফিট দখল করে ইট-বালুর ব্যবসা করছে। অথচ লাখ লাখ মানুষ ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় বসে থাকেন।

মানববন্ধনে অংশ নেওয়া গাড়ি চালকরা বলছেন, বৃষ্টি হলে সড়কে গাড়ি চালানো দায়। কারণ কাদা-পানিতে সড়ক বিপজ্জনক হয়ে উঠে। প্রায় সময়ে গাড়ি উল্টে যায়। কাদায় গাড়ি ফেঁসে যায়। ছোট-বড় দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটে, ফলে প্রতিদিনই কেউ না কেউ আহত হয়। আবার শুকনার সময়ে ধুলাবালির কারণে কিছুই দেখা যায় না। মনে হয় ঘন কুয়াশা নেমেছে। কর্তব্যরত ট্রাফিক পুলিশে চেষ্টা করলেও ভাঙা সড়কের কারণে তাদের কিছুই করার থাকে না। এমন কি সড়কে পানি জমে থাকা দীর্ঘ যানজট লাগায় বাধ্য হয়ে ট্রাফিক পুলিশ পানি সেচের কাজও করেছে।

তফসিল ঘোষণার পরই দেশে ফিরে ভোটার হবেন তারেক রহমান

মানববন্ধন শেষে বছিলা সড়কে র‍্যালির মধ্য দিয়ে শেষ হয় সড়ক সংস্কারের দাবি।

Scroll to Top