মোস্তাফিজ সর্বোচ্চ উইকেটশিকারির স্মারক বেগুনি টুপি পেয়ে কৃতজ্ঞ

মোস্তাফিজ সর্বোচ্চ উইকেটশিকারির স্মারক বেগুনি টুপি পেয়ে কৃতজ্ঞ

তবে ‘ডেথ ওভারে’ নিজের শেষ স্পেল করতে এসে দারুভাবে ঘুরে দাঁড়ান মোস্তাফিজ। বাংলাদেশের বাঁহাতি পেসার এই ২ ওভারে মাত্র ৭ রান দিয়ে ফিরিয়েছিলেন গুজরাট টাইটানসের দুই হার্ড হিটার রশিদ খান আর রাহুল তেওয়াতিয়াকে।

টুর্নামেন্টের শুরু থেকে যাঁর উইকেট সর্বোচ্চ থাকে, পার্পল ক্যাপ তাঁকেই দেওয়া হয়। টুর্নামেন্ট সবেমাত্র শুরু হয়েছে। টুর্নামেন্ট শেষে মোস্তাফিজ সর্বোচ্চ উইকেটশিকারি থাকতে পারবেন কি না, সেটা সময়ই বলবে। তবে পার্পল ক্যাপ বা বেগুনি টুপি ধরে রাখতে হলে বেশির ভাগ ম্যাচেই খেলতে হবে মোস্তাফিজকে। চেন্নাইয়ে এমন সুযোগ পেতে পারফর্ম করতে হবে তাঁকে। প্রথম দুই ম্যাচে সেটা তিনি করেছেন। সামনে পারবেন তো!

Scroll to Top