মেসিদের ক্লাবে নয়, সৌদি ক্লাবে নাম লেখালেন রাকিটিচ | চ্যানেল আই অনলাইন

Fresh Add Mobile

লিওনেল মেসির বার্সেলোনা সতীর্থ ছিলেন ইভান রাকিটিচ। মাঠ মাতিয়েছেন সুয়ারেজ-জর্ডি আলবাদের সঙ্গেও। সুয়ারেজ-আলবারা মেসির সঙ্গেই পাড়ি দিয়েছেন ইন্টার মিয়ামিতে। আলোচনা ছিল রাকিটিচও যোগ দেবেন মেজর লিগ সকারের ক্লাবটিতে। তবে বার্সা সতীর্থদের অনুসরণ করেননি ক্রোয়েট তারকা। নাম লিখিয়েছেন সৌদি আরবের ক্লাব আল শাদাবের সাথে।

ফুটবল দলবদলের খবর নিয়ে খ্যাত ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন এমনটা। বলেছেন, ৩৫ বর্ষী এই মিডফিল্ডার সৌদি আরবের আল শাদাবের সঙ্গে চুক্তি করছেন। ইতোমধ্যে সৌদি পৌঁছে মেডিকেলও সম্পন্ন করে ফেলেছেন।

জানা গেছে, সৌদি ক্লাবটির সঙ্গে দেড় বছরের চুক্তি করেছেন রাকিটিচ। অর্থাৎ চুক্তির মেয়াদ ২০২৫ সালের জুনে শেষ হবে।

ইভান রাকিটিচ বয়সভিত্তিক পর্যায়ে সুইজারল্যান্ডে খেলেছেন। তবে ক্রোয়েশিয়া অনূর্ধ্ব-২১ পর্যায়ে খেলার পর জাতীয় দল হিসেবে ক্রোয়েশিয়াকে বেছে নেন। ২০১১ সালে সেভিয়ায় যোগ দিয়ে তিন মৌসুম পরে বার্সেলোনার জার্সি পরেন। ছয় মৌসুম বার্সায় খেলার পর ২০২০ সালে পুনরায় সেভিয়ায় ফিরে যান। সেখানে ক্যারিয়ার শেষ করার ইচ্ছের কথা বললেও শেষ পর্যন্ত সৌদি ক্লাবে যোগ দিয়েছেন।

Scroll to Top