মেয়েদের পারফরম্যান্সে যেজন্য ‘সন্তুষ্ট’ নন বাটলার | চ্যানেল আই অনলাইন

মেয়েদের পারফরম্যান্সে যেজন্য ‘সন্তুষ্ট’ নন বাটলার | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে প্রথমার্ধে ২ গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে ম্যাড়মেড়ে খেলা। এরপর নেপাল দুই গোল দিয়ে সমতায় আসার পরে শেষ বাঁশি বাজার আগমুহুর্তে উমেলা মারমার অ্যাসিস্টে তৃষ্ণা রাণীর গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। টানা দুই ম্যাচে জয় নিয়ে টেবিলে শীর্ষে থাকলেও শেষ ম্যাচের পারফরম্যান্সে মোটেও খুশি নন বাংলাদেশ কোচ পিটার জেমস বাটলার।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে হতাশা উঠে আসে বাটলারের কণ্ঠে। নেপালের বিপক্ষের ম্যাচ নিয়ে বলেন, ‘দুই অর্ধে বাংলাদেশের বিপরীত দুই দল দেখা গেছে। ৬০-৬৫ মিনিট পর্যন্ত ঠিকঠাক ছিল, এরপর মনে হয় খেলোয়াড়রা নার্ভাস হয়ে পড়েছিল। তারপর দল ঠিকঠাক রক্ষণ সামলাতে পারেনি। লাল কার্ডের বিষয়টিতে আমি কথা বলতে চাই না। আমার মনে হয় এটিই ম্যাচের গতিপথ পরিবর্তন করে দিয়েছিল। তবে গত ম্যাচের চেয়ে এ ম্যাচের প্রতিপক্ষ বেশ কঠিন ছিল।’

‘যে দলে উমেলা, তৃষ্ণার মতো খেলোয়াড় আছে তাদের নিয়ে অখুশি হওয়ার কিছু নেই। তবে যেভাবে আমরা শেষের ৩০ মিনিট খেলেছি তা বেশ হতাশার। দ্বিতীয়ার্ধ ছিল হতাশার, অনেক খারাপ ছিল বাংলাদেশের এই সময়ের খেলা। তবে এটা আমার কাছে শিক্ষার ব্যাপার, দলের সবার জন্যও একই কথা প্রযোজ্য।’

অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের আসর নিয়ে ইংলিশ কোচ আরও বলেন, ‘আমরা এমন একটা পর্যায়ে খেলছি যেটা উন্নতির। আমরা যেভাবে খেলেছি তাতে আমি সন্তুষ্ট নই। কিন্তু প্রথমার্ধ বেশ ভালো ছিল, ফিনিশিং দুর্বল ছিল। যে ফলাফল এসেছে তাতে আমি খুশি। ম্যাচের ফলাফল আমাদের পক্ষে ছিল।’

নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে প্রথমার্ধে সিনহা জানাহ শিখা ও মোছাম্মৎ সাগরিকার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। পরে ম্যাচের শেষ মিনিটের সময় তৃষ্ণা রাণীর গোলে ৩-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।

Scroll to Top