মুম্বাইতে দুটি ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট ভাড়া নিচ্ছেন শাহরুখ খান – DesheBideshe

মুম্বাইতে দুটি ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট ভাড়া নিচ্ছেন শাহরুখ খান – DesheBideshe

মুম্বাইতে দুটি ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট ভাড়া নিচ্ছেন শাহরুখ খান – DesheBideshe

মুম্বাই, ২১ ফেব্রুয়ারি – বলিউড মেগাস্টার শাহরুখ খান বান্দ্রায় দুটি বিলাসবহুল ডুপ্লেক্স ভাড়া নিয়েছেন। অ্যাপার্টমেন্ট দুটি তার বর্তমান বাংলো মান্নাতের বেশ কাছেই। সম্প্রতি ফিল্মফেয়ারের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। মুম্বাইয়ের পালি হিল এলাকায় অবস্থিত এই অ্যাপার্টমেন্ট দুটি ‘পূজা কাসা’ ভবনের অংশ, যা শাহরুখ লিজ নিয়েছেন। ডুপ্লেক্স দুটির মালিক জ্যাকি ভাগনানি ও তার বোন দীপশিখার।

প্রতিবেদন অনুযায়ী, তিন বছরের জন্য লিজ নিয়েছেন শাহরুখ। প্রতি মাসে দুই ডুপ্লেক্সের জন্য ২৪.১৫ লাখ রুপি ভাড়া দিতে হবে বলিউড বাদশাহকে। তবে এই অ্যাপার্টমেন্ট ভাড়া নেয়ার উদ্দেশ্য এখনো পরিষ্কার নয়। ধারণা করা হচ্ছে, এটি ব্যক্তিগত ব্যবহারের জন্য নিয়েছেন শাহরুখ। অথবা তার পরিবারের সদস্যরাও সেখানে থাকতে পারেন।

শাহরুখ বর্তমানে তার নতুন সিনেমা ‘কিং’-এর শুটিং নিয়ে ব্যস্ত। পাঠান পরিচালক সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটিকে তার মেয়ে সুহানা খানও অভিনয় করছেন। অন্যদিকে, চলতি মাসের শুরুতে তার ছেলে আরিয়ান খানের প্রথম পরিচালিত প্রজেক্ট ‘ব্যাডঅ্যাস অব বলিউড’-এর ঘোষণাও দিয়েছেন।

আইএ/ ২১ ফেব্রুয়ারি ২০২৫

 



Scroll to Top