মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি মালবাহী ট্রাকের ধাক্কায় ৬ বছরের ১ শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে ৬ বছরের আরও ১ শিশু।
বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামালদী পূর্বপাড়া নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় এই দূর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলম আজাদ।
নিহত সারাফাত (৬) জামালদী এলাকার মফিজ উদ্দীনের ছেলে ও গুরুতর আহত জামিয়া (৬) একই এলাকার বিল্লাল হোসেনের মেয়ে।
পুলিশ জানায়, আহত দুই শিশু মধ্যে সারাফাত বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। অপর শিশুর উন্নত চিকিৎসা চলছে । এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।
স্থানীয়দের বরাতে জানা যায়, স্কুল থেকে ফেরার পথে ওই দুই শিশু ট্রাকের বেপরোয়া গতি দেখে রাস্তার পাশে একটি বাড়ির সীমানা প্রাচীরের পাশে অবস্থান নেয়। বেপরোয়া গতিতে আসতে থাকা সামুদা কেমিক্যাল কোম্পানির ট্রাকটি বাড়ির সীমানা প্রাচীরে সজোরে ধাক্কা দিলে বাড়ির প্রাচীর ধ্বসে শিশু দুটির উপরে পড়ে। এতে তারা গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় শিশু সারাফাতের মৃত্যু হয়।
এদিকে এই ঘটনার পর স্থানীয়রা নিরাপদ যান চলাচলের দাবিতে অভ্যন্তরীন ওই সড়কে বিক্ষোভ করে এবং সামুদা কেমিক্যাল কোম্পানির দুটি গাড়ি আটক করে ভাংচুর করে। এ সময় গাড়ি চালক ও সহযোগীকে মারধর করে স্থানীয়রা। পরে পুলিশ ও স্থানীয় প্রশাসন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।