মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা মানেই আলোচনায় থাকবে উইকেট। হোম ক্রিকেটের মন্থর উইকেটে ভালোই বেগ পেতে হয় ব্যাটারদের। তবে পাকিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে মিরপুরের উইকেট নিয়ে ভাবছেন না বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস। তার আশা, আসন্ন সিরিজে স্পোটিং উইকেটেই খেলা হবে।
রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। গত কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে ঢাকায়। শনিবার বিকেলের দিকেও মিরপুরে হালকা বৃষ্টি নেমেছিল। তাতে অবশ্য ঠিকঠাক স্পোর্টিং উইকেট তৈরিটা চ্যালেঞ্জিং কিউরেটরদের কাছে। লিটন দাসও মানছেন তা। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আপাতত উইকেট নিয়ে ভাবছেন না তিনি। তার মতে, উইকেট যেমনই হোক তা দুদলের জন্যই একইরকম হবে।
বলেছেন, ‘এই মুহূর্তে জিনিসটা খুবই চ্যালেঞ্জিং, যারা উইকেট বানাচ্ছে তাদের জন্য। আবহাওয়ার ওপর তো আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। আপনি যদি দেখেন, গত ৩-৪ দিন ধরে টানা বৃষ্টি হচ্ছিল। যে মানুষটা পরিশ্রম করে আপনাকে উইকেট বানিয়ে দেবে, সেই মানুষটার হাতেও ঐ সময় ছিল না। এই মুহূর্তে আমাদের উইকেট নিয়ে ভাবার কিছু নেই। উইকেট পাকিস্তানের জন্য যা থাকবে, বাংলাদেশ দলের জন্যও একই থাকবে। আমরা কতটা উইকেটটাকে বুঝে ভালো ক্রিকেট খেলতে পারি।’
পাকিস্তানের বিপক্ষে সবশেষ টি-টুয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে তাদের মাটিতে ২-১ ব্যবধানে সিরিজ জিতে দেশে ফিরেছে। চারদিনের মাথায় পাকিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টিতে নামছে লিটন দাসের দল। পাকিস্তানে হোয়াইটওয়াশ হওয়ার কথা ভুলে লঙ্কানদের বিপক্ষে সিরিজ জিতে পাওয়া আত্মবিশ্বাস মিরপুরেও ধরে রাখতে চায় টিম টাইগার্স।
লিটন বলেছেন, ‘যখন পাকিস্তানে খেলতে যাই, একই চিন্তাধারা ছিল যে জেতার জন্য খেলব। দুর্ভাগ্যজনকভাবে জিততে পারিনি। কিছু ভুল করেছিলাম। শ্রীলঙ্কা সিরিজে ভালোভাবে কামব্যাক করেছি। প্রত্যেক খেলোয়াড়ের ভেতরে আত্মবিশ্বাস তৈরি হয়েছে। এটা ভিন্ন কন্ডিশন, ভিন্ন প্রতিপক্ষ। নির্দিষ্ট দিনে ভালো খেলতে হবে। আত্মবিশ্বাস সাহায্য করবে। তবে মনোযোগ ধরে রাখা বেশি জরুরি।’
বাংলাদেশ অধিনায়কের সিরিজ জয়ের স্বপ্ন দেখছেন। বলেছেন, ‘অবশ্যই, যেকোনো দলকে হারানোর সামর্থ্য আমাদের আছে। সেই চেষ্টাই করব। নির্দিষ্ট দিনে ভালো ক্রিকেট খেলতে হবে। হোম কন্ডিশন বলে আমরাই ভালো ক্রিকেট খেলব তা না। পাকিস্তান ভালো দল, তাদের বেশিরভাগ খেলোয়াড়ই বিপিএল খেলেছে। আমাদের কন্ডিশন সম্পর্কে জানে। আমরা চেষ্টা করব ভালো ক্রিকেটটা খেলার।’
সিরিজ জয়ের স্বপ্ন থাকলেও পাকিস্তানের বিপক্ষে চ্যালেঞ্জ দেখছেন লিটন। বলেছেন, ‘এই সিরিজটা এত সহজ হবে না। তাদের নিশ্চয়ই বোলার আছে, তারা ক্যাপেবল ভালো বল করার জন্য। চ্যালেঞ্জ তো থাকবেই। মিরপুর অলওয়েজ চ্যালেঞ্জিং হয়, এট দ্য সেইম টাইম এটা নিয়েই ভালো খেলতে হবে।’