মিছিলে বিএনপি নেতার মৃত্যু

মিছিলে বিএনপি নেতার মৃত্যু

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

কক্সবাজারে বিএনপির বিক্ষোভ মিছিল চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ নুরের মৃত্যু হয়েছে।

আজ রোববার (২০ জুলাই) বিকাল ৪ টা ৩০ মিনিটে কক্সবাজার শহরের বাজারঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

সৈয়দ নুর (৬০) বিএনপির কক্সবাজার সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক। তিনি সদরের পিএমখালী ইউনিয়নের নয়াপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী জানা যায়, কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ শেষে আয়োজিত মিছিলে সৈয়দ নুর অংশগ্রহণ করেন। মিছিলটি শহরের প্রধান সড়কের বাজারঘাটা এলাকায় পৌঁছালে সৈয়দ নুর হোঁচট খেয়ে পড়ে যান। তাৎক্ষণিক পাশে থাকা দলীয় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদরের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেন, মিছিলে হাঁটার সয় বিএনপি নেতা সৈয়দ নুর হটাত পড়ে যান। চিকিৎসকরা ধারণা করছেন, হিটস্ট্রোকে তার মৃত্যু হয়েছে।

তিনি আরো বলেন, বিএনপির প্রয়াত নেতা সৈয়দ নুরের মৃতদেহ এখন বাড়ীতে রয়েছে। সোমবার সকাল ১০ টায় পিএমখালী ইউনিয়নের নয়াপাড়াস্থ কেজি স্কুল মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, রোববার বিকালে কক্সবাজারে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপি নেতা আব্দুর রহিম সিকদার হত্যাকান্ড, দেশব্যাপী আইন শৃংখলা পরিস্থিতির অবনতি এবং স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সহ বিএনপির জাতীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে কুরূচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়।

Scroll to Top