মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের ফের নিয়োগ শুরু | চ্যানেল আই অনলাইন

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের ফের নিয়োগ শুরু | চ্যানেল আই অনলাইন

মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগ পাওয়ার পরও গত বছরের ৩১ মে-এর মধ্যে দেশটিতে যেতে না-পারা বাংলাদেশি কর্মীদের জন্য নতুন করে নিয়োগের অনুমোদন দিয়েছে মালয়েশিয়া সরকার। এই কর্মীদের নির্মাণ ও পর্যটন এই দুটি খাতে নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

শুক্রবার (১ আগস্ট) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ ওভারসীজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড’ (বোয়েসেল)-এর মাধ্যমে ওই কর্মীদের নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে।

যেভাবে আবেদন করতে হবে

পর্যটন খাতে কর্মসংস্থানের জন্য আগ্রহীদের ফরেইন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম (আফডব্লিউসিএমএস)-এর অনলাইন পোর্টালে চাহিদাপত্র সত্যায়নের জন্য নির্ধারিত চেকলিস্ট অনুযায়ী সব তথ্য জমা দিতে হবে।

অন্যদিকে, নির্মাণ খাতে নিয়োগ পেতে ইচ্ছুকদের নির্মাণ শ্রম বিনিময় কেন্দ্র বেরহাদ (সিএলএবি) এর মাধ্যমে প্রয়োজনীয় তথ্য আফডব্লিউসিএমএস-এর পোর্টালে জমা দিতে হবে।

প্রাথমিকভাবে অনলাইনে সব তথ্য জমা দেয়ার পর, সংশ্লিষ্টদের মূল কপি ও এক সেট ফটোকপি কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে জমা দিতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, মালয়েশিয়ায় কর্মী পাঠানো বাংলাদেশের অন্যতম প্রধান শ্রমবাজারগুলোর একটি। কর্মসংস্থানের এই উদ্যোগটি দেশটির পূর্ব ঘোষিত কোটা ও চুক্তির আওতায় বাস্তবায়িত হবে বলে ধারণা করা হচ্ছে।

Scroll to Top