মানবিক অধিনায়ক লিটন ভাসছেন প্রশংসা বন্যায়

মানবিক অধিনায়ক লিটন ভাসছেন প্রশংসা বন্যায়
মানবিক অধিনায়ক লিটন ভাসছেন প্রশংসা বন্যায়

নন-স্ট্রাইকারস এন্ডে ইশ সোধিকে ম্যানক্যাডিংয়ে রান আউট করেন হাসান মাহমুদ! কিন্তু আম্পায়ারদের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনার পর সোধিকে ফেরত ডাকার সিদ্ধান্ত নেন অধিনায়ক লিটন দাস। ম্যানক্যাডে রান আউট করেও ব্যাটারকে ফিরিয়ে এনে অনন্য এক নজির স্থাপন করল বাংলাদেশ দল। অধিনায়ক লিটন দাসের প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেট বোদ্ধারা। অনেকেই আবার লিটনের সিদ্ধান্তে প্রশ্ন তুলেছেন। 

অধিনায়ক লিটন দাস ম্যানক্যাডের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরতে যাওয়া ইশ সোধিকে ফিরে আসতে ডেকেছেন, পরবর্তীতে ফিরে এসে আনন্দে বোলারকে জড়িয়ে ধরেছেন। নিশ্চিত রান আউটের শিকার হয়ে ফেরা সোধিকে ডেকে এনে বিরল নজিরই গড়ল অধিনায়ক লিটন দাস। শুধু লিটন না দলের সবাই এদিন মানবিক রূপ নেন। সোধিকে নতুন জীবন দেওয়ায় তিনি দৌড়ে আসে হাসান মাহমুদের কাছে, এরপর জড়িয়ে ধরে তাকে জানান ধন্যবাদ।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে অধিনায়ক লিটন দাস ভাসছেন প্রশংসার বন্যায়, 

আবার কেউ কেউ বলছেন, নিয়ম অনুযায়ী আউট ঠিক আছে। কিন্তু অধিনায়ক লিটন দাসের কাজ দলের জন্য ভালো হয়নি। ক্রিকেটের সবচেয়ে বিতর্কিত আউট এটি। আগে মানক্যাডিং আউটকে ক্রিকেটীয় স্পিরিটের পরিপন্থী বলে ধরা হত। ‘আনফেয়ার প্লে’ সেকশন থেকে মানক্যাডিংকে সরিয়ে সাধারণ আউট হিসেবেই বিবেচিত হয় এই আউট। বোলার বল ছাড়ার আগেই নন স্ট্রাইকার ব্যাটার যদি পপিং ক্রিজ ছেড়ে বেরিয়ে যান সেক্ষেত্রে বোলার স্ট্যাম্প ভেঙে দিলে মানক্যাডিং আউট করা হয়। এমন আউট বৈধ হলেও বাংলাদেশ কেন ব্যাটারকে ফের সুযোগ দিল? প্রশ্ন উঠেছে, 

Scroll to Top