মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন সলিমুল্লাহ মেডিকেলের শিক্ষার্থীদের

মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন সলিমুল্লাহ মেডিকেলের শিক্ষার্থীদের

ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (১৪ জুলাই) এ কর্মসূচি অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। তাদের দাবি দাওয়ার প্রেক্ষিতে কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত এ কর্মসূচি চালানোর কথা জানিয়েছেন তারা।

এর আগে মিটফোর্ড হাসপাতাল চত্বরে নিরাপত্তার দাবিতে এক দিনের কর্মবিরতি পালন করেছেন ইন্টার্ন চিকিৎসকরা।

বহিরাগতের আগমন, রাজনৈতিক ও অরাজনৈতিক কার্যক্রম বন্ধের দাবিতে জরুরি সেবা ছাড়া দু’দিনের কর্মবিরতি পালন করছেন মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা।

Scroll to Top