মাদ্রিদের ‘মাথা খারাপ হয়ে গেছে’: লা লিগা সভাপতি তেবাস | চ্যানেল আই অনলাইন

মাদ্রিদের ‘মাথা খারাপ হয়ে গেছে’: লা লিগা সভাপতি তেবাস | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

সবশেষ লা লিগার ম্যাচে এসপানিওলের বিপক্ষে হেরে রেফারির বিরুদ্ধে অভিযোগের পাহাড় তুলেছিল রিয়াল মাদ্রিদ। এরপর স্প্যানিশ লিগ রেফারিজদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ক্লাবটি। অভিযোগের পর লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস বলেছেন, মাদ্রিদিস্তাদের মাথা খারাপ হয়ে গেছে।

ম্যাচে ১-০ গোলে এসপানিওলের কাছে হেরেছিল কার্লো আনচেলত্তির দল। সেখানে কাইলিয়ান এমবাপেকে ফাউল করায় এসপানিওলের ডিফেন্ডার কার্লোস রোমোরোকে লাল কার্ড না দেখানোয় হতাশা প্রকাশ করে ক্লাবটি। কাউন্টার অ্যাটাকের সময় ওই ফাউলটি করা হয়।

লা লিগার এক মিটিংয়ে আলোচনার পর রিয়ালের অভিযোগ নিয়ে তেবাস বলেছেন, ‘তারা সবকিছুর বিরুদ্ধে। এটাই বাস্তবতা। রিয়াল মাদ্রিদ প্রতিযোগিতাটিকে নষ্ট করতে চায়, শুধু রেফারিদের না। তারা বাজে কিছুর শিকার এমন একটা আখ্যান তৈরির চেষ্টা, যা অন্যদিন একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছিল।’

‘তারা যে গল্প তৈরি করেছে তার কোনো ভিত্তি নেই। সেখানে যা ঘটেছিল তা কোনো বিচ্ছিন্ন ঘটনা বা সাধারণ রেফারির ত্রুটি নয়। এটা এমন একটি বিষয় যার জন্য রেফারিদের গ্রহণযোগ্যতার বিষয়টি পুরোপুরি নষ্ট হয়েছে।’

রিয়ালের বিরুদ্ধে অভিযোগ করবেন তেবাস এমন জানিয়েছেন, ‘ক্লাবটির বিরুদ্ধে আমরা অভিযোগ দায়ের করতে চলেছি, যারা চিঠিতে স্বাক্ষর করেছেন তাদের বিরুদ্ধে, বোর্ডের বিরুদ্ধে। আমরা এটিকে আইনি দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করছি কারণ। অবশ্যই, এ ধরনের চিঠি সহ্য করা যায় না।’ আলোচনায় রিয়াল মাদ্রিদের কেউ উপস্থিত ছিলেন না।

Scroll to Top