মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ | চ্যানেল আই অনলাইন

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ | চ্যানেল আই অনলাইন

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ বহু প্রাণহানির ঘটনায় সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শতাধিক শিক্ষার্থী, বন্ধ করে দেয়া হয়েছে সচিবালয়ের সব প্রবেশ ফটক।

মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০টার দিকে কলেজ ক্যাম্পাসের গোল চত্বর থেকে সংগঠিত বিক্ষোভ শান্তিপূর্ণভাবে শুরু হলেও পরে তা সচিবালয় পর্যন্ত গড়ায়। ‘ভয় নয়, আমরা চাই ন্যায়বিচার’—এই স্লোগান সামনে রেখে শিক্ষার্থীরা বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় বিচার ও ক্ষতিপূরণের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে।

শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিচ্ছেন। ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব দে’ স্লোগান দিচ্ছেন তারা। সচিবালয়ের ভেতরে গেটগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়ে আছেন। শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে সচিবালয়ে প্রবেশে সব গেট বন্ধ করে দেওয়ায় সচিবালয়ের ভেতর থেকে কোনো যানবাহন বের হতে পারছে না। ফলে সচিবালয়ের ভেতরে গাড়ির দীর্ঘ লাইন তৈরি হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, মঙ্গলবার দুপুর  ১২টা পর্যন্ত এই দুর্ঘটনায় মোট ৩১ জন নিহত হয়েছেন। ১৬৫ জন গুরুতর আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট দুর্ঘটনার জরুরি সেবা নিশ্চিত করতে চালু করেছে হটলাইন নম্বর: ০১৯৪৯০৪৩৬৯৭।

Scroll to Top