ইউরোপসেরার মঞ্চ চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফ থেকে বেনফিকার বিপক্ষে হেরে বিদায় নিয়েছে তুরস্কের ক্লাব ফেনেরবাচ। তাতে বিদায়ঘণ্টা বেজে গেছে ক্লাবটির পর্তুগিজ কোচ হোসে মরিনহোরও। অভিজ্ঞ কোচকে বরখাস্ত করেছে ফেনেরবাচ।
তুরস্কের ক্লাবটি দুই লেগের ম্যাচে ১-০ ব্যবধানে হারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেনেরবাচ লিখেছে, ‘আমরা মরিনহোর সঙ্গে সবসময় ছিলাম। ২০২৪-২৫ মৌসুম থেকে তিনি ক্লাবের মূলদলের দায়িত্বে ছিলেন। আমাদের দলের জন্য তার ইচ্ছাশক্তি ও অব্যাহত চেষ্টার জন্য ধন্যবাদ জানাচ্ছি।’
২০২৪ সালের ৭ জুলাই ফেনেরবাচের দায়িত্ব নেয়ার পর ৬২ ম্যাচে ডাগআউটে ছিলেন মরিনহো। পোর্তো ও ইন্টার মিলানকে ট্রেবল জেতানো কোচ ১১তম ক্লাব ক্যারিয়ারের ইতি টানলেন ছাঁটাই হয়ে। তার শুরুটা হয়েছিল ১৯৯৬ সালে বার্সেলোনার সহকারী কোচ হিসেবে।