উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় সারাদেশে নেমে এসেছে শোকের ছায়া। এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণহানির খবর যেমন মানুষকে ব্যথিত করেছে, তেমনি শোক প্রকাশ করেছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারাও।
সামাজিক যোগাযোগমাধ্যমে তারা নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানিয়ে লিখছেন আবেগঘন বার্তা। কেউ প্রার্থনা করছেন আহতদের দ্রুত সুস্থতার জন্য, কেউ বা ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন আরও সতর্ক হওয়ার।
গুণী অভিনয়শিল্পী শাহনাজ খুশি শোক জানিয়ে লিখেছেন,“কী বলবো! এ কোন শোকগাঁথা?! বুকের ভেতরে তোলপাড় করছে।কত গুলো বাচ্চা! মা বাবার অন্তর উপলব্ধি করতে যেয়ে অসুস্থ হয়ে পড়ছি।”
ঢাকাই সিনেমার তারকা শাকিব খান লিখেছেন,“রাজধানীর উত্তরার একটি শিক্ষা প্রতিষ্ঠানে ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহত সকলের প্রতি গভীর সমবেদনা জানাই। মহান আল্লাহ যেন আহতদের দ্রুত সুস্থতা দান করেন এবং পরিবারগুলোকে এই কঠিন সময় পার করার শক্তি দেন।”
বিমান বিধ্বস্তের ঘটনায় একটি পোস্ট শেয়ার করে নির্মাতা আশফাক নিপুন লিখেছেন,“আশা করি সেখানে কোনো প্রাণহানি হয়নি!” নির্মাতা কাজল আরেফিন অমি শোক জানিয়ে লিখেন, “প্রে ফর মাইলস্টোন।” অভিনেত্রী তাসনিয়া ফারিণও অমির মতোই একই বাক্য লিখে ফেসবুক পোস্ট লিখেছেন।
ছোটপর্দার তারকা অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব শোক জানিয়েছেন। অন্য আরেকটি পোস্টে তিনি লিখেছেন,“দয়া করে বাচ্চাদের রক্তাক্ত ও আহত ছবি বা ভিডিও কেউ আপলোড করবেন না।”
মেহজাবীন চৌধুরী লিখেছেন, “উত্তরা দিয়াবাড়িতে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় অত্যন্ত মর্মাহত ও বিস্মিত।
সবার জন্য প্রার্থনা রইল!”
তারকা অভিনেতা জায়েদ খান লিখেছেন,“মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত, বহু শিক্ষার্থীর অবস্থা খুবই খারাপ, হতাহতের আশঙ্কা! আল্লাহ আপনি সবাইকে হেফাজত করুন।”
অভিনেতা রওনক হাসান লিখেছেন, “বুক কেঁপে উঠছে! শিউরে উঠছি!! অনুগ্রহ করে দগ্ধ শিশুদের ছবি, ভিডিও পোস্ট করবেন না।”
শিল্পী অমল আকাশ লিখেছেন, “মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহত-নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করছি। প্রশিক্ষণ বিমান কেন এতো জনবহুল এলাকায় উড়াতে হবে?”
চিত্রতারকা সিয়াম আহমেদ লিখেছেন,“মনটা মরে গেছে। আল্লাহ সবাইকে হেফাজত করুন, আমিন।”
এসময় তিনি বিভিন্ন হাসপাতালে আহতদের রক্তের চাহিদা নিয়েও কথা বলেন। সিয়াম লিখেন,“ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট থেকে শুরু করে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ, কুয়েত মৈত্রী হাসপাতাল, উত্তরা উইমেন্স মেডিকেল কলেজ, মনসুর আলী মেডিকেল কলেজসহ উত্তরার আশেপাশের হাসপাতালগুলোতে রক্ত লাগছে; রক্তদানে আগ্রহীরা এই হাসপাতালগুলোতে দ্রুত ছুটে যান, প্লিজ!”
কণ্ঠশিল্পী কোনাল লিখেছেন,“এই অনিশ্চিত জীবন নিয়ে আমরা কত অহংকার করি! উত্তরা মাইলস্টোন কলেজ মাঠে বিমান বিধ্বস্ত। মন থেকে দোয়া করছি মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে, বাচ্চাগুলো এবং সেইখানে অবস্থানরত সবার জন্য।”
চিত্রনায়ক নিরব লিখেছেন, “ঢাকার উত্তরা মাইলস্টোন কলেজের কাছে বিমান দুর্ঘটনায় সংশ্লিষ্ট সকলের জন্য হৃদয় থেকে প্রার্থনা। আল্লাহ যেন শান্তি, সুরক্ষা ও দ্রুত সুস্থতা দান করেন “
ছোটপর্দার অভিনেতা তৌসিফ মাহবুব একাধিক পোস্ট করেছেন। প্রথম পোস্টে অভিনেতা লিখেন,“উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত! আল্লাহ সবাইকে হেফাজত করো…।” পরে আরেক পোস্টে এই অভিনেতা লিখেন,“যারা উত্তরার আশেপাশে আছেন, রক্ত দিতে পারবেন, তারা আশেপাশের হাসপাতালে চলে যান…।”
অভিনেতা জোভান লিখেছেন,“আল্লাহ তুমি বাচ্চাদের সহ সকলকে রক্ষা করো, মাফ করে দাও। মাইলস্টোন কলেজ ভবনের উপর ট্রেনিং বিমান বিধ্বস্ত! মাইলস্টোন কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্টাফদের জন্য প্রার্থনা। একই সঙ্গে পাইলট ও তাঁর পরিবারের জন্যও দোয়া। এটা এক হৃদয়বিদারক ট্র্যাজেডি। আল্লাহ আমাদের সকলের ওপর রহম করুন। আমিন।”
অভিনেত্রী কেয়া পায়েল লিখেন,“যার হারায় সে বুঝে হারানোর যন্ত্রণা কতটা কষ্টদায়ক। আল্লাহ সবাইকে রক্ষা করুন। প্রে ফর মাইলস্টোন।”
ব্যান্ড শূন্য তাদের পেজ থেকে আহতদের জন্য প্রার্থনা জানিয়ে লিখেছে,“উত্তরার প্লেন দুর্ঘটনায় আমরা শোকাহত। ছোট ছোট বাচ্চাগুলোর জন্য প্রার্থনা করুন।”
কুড়েঘর ব্যান্ডের ভোকাল তাসরিফ খান লিখেছেন, “জরুরী কাজ ছাড়া অন্তত পরবর্তী ২-৩ ঘন্টা কেউ ঢাকার রাস্তায় বের হবেন না। আমার ভাইবোন দের দ্রুততম সময়ের মাঝে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে স্থানান্তর এর কাজ এখন চলমান রয়েছে।”