ঈগল পিও ফুটওয়্যারের পরিচালক সোহাগ মিয়া বলেন, ‘আমাদের কারখানায় শীতকালীন জুতা তৈরির কাঁচামাল ছিল, যার আর্থিক মূল্য প্রায় তিন কোটি টাকা। আগুনে সবই পুড়ে গেছে।’
ভৈরব ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস পরিদর্শক আজিজুল হক বলেন, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ধোঁয়ার কারণে আগুন নেভানোর কাজ কঠিন হয়ে পড়েছিল।