ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত হলো ‘ইন্টারন্যাশনাল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৫’। বৃহস্পতিবার (৭ আগস্ট) গ্লোবাল ভিলেজ কানেকশনস-এর আয়োজনে এবং সার্কভুক্ত দেশ ভারত, বাংলাদেশ, নেপাল ও ভুটানের অংশগ্রহণে জমকালো আয়োজনে সাজে এই অনুষ্ঠান হয়।
থিম্পুর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত এই সম্মেলনে বিভিন্ন খাতে অসামান্য অবদানের জন্য সম্মাননা জানানো হয় ১২ জন গুণীজনকে। এর মধ্যে বাংলাদেশ থেকে তিনজন বিশিষ্ট ব্যক্তিত্ব এ পুরস্কার লাভ করেন।
পর্যটন শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘বেস্ট ট্যুরিজম বিজনেস পারসোনালিটি অ্যাওয়ার্ড’ পান অগ্রগামী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম ফারুক মজনু।
সাহিত্য ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য সম্মাননা পান বিশিষ্ট লেখক ও সাহিত্যিক জামশেদ ওয়াজেদ।
এছাড়া, নবায়নযোগ্য জ্বালানিখাতে অবদানের জন্য ‘গ্রীন এনার্জি ইনোভেশন অ্যাওয়ার্ড’ পান সৌর প্রকল্প উন্নয়ন ও প্রকৌশল (SPDE)-এর ব্যবস্থাপনা পরিচালক মাইনুল ইসলাম নাঈম।
অনুষ্ঠানে অতিথিরা দক্ষিণ এশিয়ার পারস্পারিক সম্প্রীতি ও সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেন।
পুরস্কার বিতরণ শেষে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে অংশ নেন ভুটানসহ বিভিন্ন দেশের শিল্পীরা।
অনুষ্ঠানে ভুটানের জনপ্রিয় অভিনেতা জ্যাকসন দুকপা এবং সঙ্গীতা শর্মা বাংলাদেশের আতিথেয়তা ও অতিরিক্ত ইলিশ মাছের প্রশংসা করে বিশেষভাবে বাংলাদেশের প্রতি ভালোবাসা প্রকাশ করেন।