ভুটানের বিপক্ষে মেয়েদের পারফরম্যান্সে খুশি বাংলাদেশের কোচ | চ্যানেল আই অনলাইন

ভুটানের বিপক্ষে মেয়েদের পারফরম্যান্সে খুশি বাংলাদেশের কোচ | চ্যানেল আই অনলাইন

মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। প্রথমার্ধে এক গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে আরও দুই গোল দিয়েছে বাংলাদেশের মেয়েরা। টানা চার ম্যাচে জয়ের পর কোচ পিটার জেমস বাটলার বলছেন মেয়েদের পারফরম্যান্সে খুশি তিনি।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে পিটার বাটলার বলেন, ‘এমন একটি ম্যাচ খেলেছি যেখানে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা প্রাধান্য বিস্তার করেছিলাম। যদিও ম্যাচে কিছু ভুল হয়েছে, বল পজিশান বা অন্যান্য দিকে ত্রুটি থাকলেও আমার মনে হয়েছে আমরা বেশ ভালো ফুটবল খেলেছি।’

‘হ্যাঁ, আমি সত্যিই অনেক অনেক খুশি যেভাবে মেয়েরা খেলেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আমরা শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি নিয়েছিলাম এবং আমরা নেপালের বিপক্ষেও প্রস্তুত আছি। শ্রীলঙ্কার বিপক্ষেও আমি অদল-বদল করে খেলাবো। ১২ দিনে ৬ ম্যাচ খেলা বেশ কঠিন যারা নামেনি তাদের সুযোগ আসবে। আমরা এখন নেপালের বিপক্ষে খেলার অপেক্ষা করব।’

এবারের আসরে খেলা হচ্ছে গ্রুপপর্ব ভিত্তিক। সব দলের সাথে সবাই খেলবে। যাদের পয়েন্ট বেশি হবে আসরে তারাই চ্যাম্পিয়ন হবে। বাংলাদেশ তাদের চার ম্যাচের সবগুলোতে জিতে ১২ পয়েন্ট নিয়ে সবার উপরে।

Scroll to Top