ওই এলাকার বাসিন্দা ত্রান ত্রং হুং বার্তা সংস্থা এএফপিকে বলেন, বেলা দুইটার দিকে আকাশ অন্ধকার হয়ে আসে। বজ্রঝড়ের পাশাপাশি বৃষ্টিপাত শুরু হয়। বৃষ্টির সঙ্গে বড় বড় শিলা পড়ছিল।
শনিবার ভিয়েতনামের উত্তরে হ্যানয়, থাই গুয়েন ও বাক নিন প্রদেশেও প্রবল বৃষ্টি হয়েছে। ঝড়ে হ্যানয়ে বেশ কয়েকটি গাছপালা উপড়ে গেছে।
এর আগে তিন দিন ধরে প্রচণ্ড গরম আবহাওয়া ছিল। এ সময় কিছু কিছু এলাকায় তাপমাত্রা উঠেছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াসে।