ভালুকার এলাকাবাসীর অর্থায়নে নির্মিত কাঠের সেতু উদ্বোধন – DesheBideshe

ভালুকার এলাকাবাসীর অর্থায়নে নির্মিত কাঠের সেতু উদ্বোধন – DesheBideshe

ভালুকার এলাকাবাসীর অর্থায়নে নির্মিত কাঠের সেতু উদ্বোধন – DesheBideshe

ময়মনসিংহ, ২৩ ফেব্রুয়ারি – ময়মনসিংহের ভালুকার আলোচিত কাঠের সেতুটির উদ্বোধন করা হয়েছে। এলাকার যুবকেরা নিজ উদ্যোগে প্রায় ১৫ লাখ টাকা খরচ করে তৈরি করেছেন সেতুটি। সেতু পেয়ে উচ্ছ্বসিত ময়মনসিংহের ভালুকা-রাজৈ ইউনিয়নের প্রায় ১০ গ্রামের মানুষ।

রোববার (২৩ ফেব্রুয়ারি) ভালুকা উপজেলার মোহনা গ্রামের চুল্লার খাল পাড় হারেজ মাস্টারের ঘাটে সেতুটির উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন রাজৈ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার উদ্দিন আহম্মেদ ও ভালুকা সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাখাওয়াত হোসেন পাঠান। এ সময় দুই গ্রামের শত শত মানুষ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে মোহনা গ্রামের হুমায়ুন বলেন, সেতু না থাকায় সাঁকো বা নৌকা দিয়ে নদী পার হতে হতো। নৌকা না পেলে সাঁতার কেটে পার হতে হতো। সেতু পেয়ে আমরা আনন্দিত। এখন আমাদের কষ্ট করতে হবে না।

ওই এলাকার আনোয়ার বলেন, আগে আমাদের নদী পার হতে অনেক কষ্ট হতো। কাঠের সেতু হওয়াতে আমাদের কষ্ট কমবে। তবে আমরা একটা ভালো আরসিসি সেতু নির্মাণের দাবি জানাই।

রাজৈ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার উদ্দিন আহম্মেদ বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলে অগ্রাধিকার ভিত্তিতে এই চুল্লার খালে আরসিসি সেতু নির্মাণ করা হবে।’

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২৩ ফেব্রুয়ারি ২০২৫

 



Scroll to Top