ভারতে বার্তা সংস্থা রয়টার্সের অ্যাকাউন্টসহ ২ হাজারেরও বেশি এক্স-অ্যাকাউন্ট ব্লক হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। ২৪ ঘণ্টা পর রয়টার্সের অ্যাকাউন্ট চালু হয়। অন্যান্য অনেক অ্যাকাউন্ট আরও কয়েক ঘণ্টা পর চালু করা হয়।
ডয়েচে ভেলে জানিয়েছে, ভারত সরকার ৩ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-কে ২ হাজার ৩৫৫টি অ্যাকাউন্ট ব্লক করার নির্দেশ দেয়। যার মধ্যে ছিল আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের দুটি অ্যাকাউন্ট। কিন্তু ভারত সরকারের মতে, এক্স অ্যাকাউন্ট ব্লক হবার পেছনে তাদের কোনো ভূমিকা নেই।
ইলন মাস্কের সংস্থা এক্স বলেছে, ভারতের তথ্যপ্রযুক্তি আইনের ৬৯-এ ধারা অনুসারে ভারত সরকার ভারতে ২ হাজার ৩৫৫টি অ্যাকাউন্ট ব্লক করতে আমাদের নির্দেশ দেয়, যার মধ্যে ছিল রয়টার্স ও রয়টার্সওয়ার্ল্ড। এই নির্দেশ না মানলে তা অপরাধের দায় বলে গণ্য হতো। ইলেক্ট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় দ্রুত পদক্ষেপের প্রত্যাশা করে, এক ঘণ্টার মধ্যেই, কোনো যুক্তি না দিয়েই, এই অ্যাকাউন্টগুলো পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত বন্ধ রাখতে বলে।
সাথে আরও বলা হয়, গণপ্রতিবাদের ফলে সরকার আমাদের অ্যাকাউন্টগুলো আবার আনব্লক করতে বলেছে। ভারতে এই ধরনের নির্দেশের কারণে গণমাধ্যমে সেন্সরশিপ বাড়ায় আমরা গভীরভাবে চিন্তিত।
বিশ্বে যে দেশগুলোতে সবচেয়ে বেশিবার সরকারের তরফে সোশাল মিডিয়া কন্টেন্ট ব্লক করা হয়, সেই দেশগুলোর তালিকায় প্রথম পাঁচেই ভারতের অবস্থান৷ নতুন দিল্লি প্রায়ই বিভিন্ন এলাকায় পরিস্থিতি অনুসারে ইন্টারনেট বন্ধ রেখে এসেছে ও সোশাল মিডিয়ায় কড়াকড়ি বাড়িয়েছে।