ভারতে পুলিশের বাধার ‍মুখে এড শেরান | চ্যানেল আই অনলাইন

ভারতে পুলিশের বাধার ‍মুখে এড শেরান | চ্যানেল আই অনলাইন

কনসার্টের সুবাধে ভারতে অবস্থান করছেন চারবারের গ্র্যামি জয়ী ব্রিটিশ শিল্পী এড শেরান। সম্প্রতি দক্ষিণ ভারতের এক ব্যস্ত রাস্তায় গাইতে দেখা যায় তাকে। সেখানে পারফর্ম করার এক পর্যায়ে ভারতীয় পুলিশের বাধার মুখে পড়েন এই বিখ্যাত শিল্পী।

ব্যাঙ্গালোর শহরের দুটি কনসার্টের মধ্যবর্তী সময়ে শহরের চার্চ স্ট্রিটে পথসংগীত (বাসকিং) করার সিদ্ধান্ত নিয়েছিলেন এড শেরান। পরিকল্পনা মতো রাস্তার এক পাশে দাঁড়িয়ে গাওয়াও শুরু করেছিলেন। কিন্তু ‘শেপ অব ইউ’ গাওয়ার মাঝপথেই এক খাকি পোশাকধারী পুলিশ কর্মকর্তা তার গিটার ও মাইক্রোফোনের তার টেনে বের করে দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিওতে দেখা যায়, এতে হতাশ হয়ে শেরান হাত তুলে প্রতিক্রিয়া জানান।

পরে স্থানীয় পুলিশ জানিয়েছে, শেরান আগে থেকেই অনুমতি চাইলেও তারা তা প্রত্যাখ্যান করেন। একজন সাধারণ নাগরিক হেল্পলাইনে কল করে এড শেরানের রাস্তায় দাঁড়িয়ে গাওয়ার বিষয়টি জানালে পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়।

ব্যাঙ্গালোর সেন্ট্রাল বিভাগের ডেপুটি কমিশনার অব পুলিশ শেখর এইচ. টেক্কানভার সিএনএন-কে বলেন, “আমরা অনুমতি দেইনি, কারণ চার্চ স্ট্রিট খুবই ব্যস্ত এলাকা, এবং আমরা চাই সেখানে মানুষ অবাধে চলাফেরা করুক।”

দক্ষিণ ভারতের রাস্তায় এড শেরান

তবে শেরান দাবি করেছেন, পারফরম্যান্সের অনুমতি তিনি আগেই পেয়েছিলেন। তিনি বলেন,“আমাদের বাসকিংয়ের অনুমতি ছিল”। তিনি ইনস্টাগ্রামে জানান “এটি পূর্বপরিকল্পিত পারফরম্যান্স ছিল, আমরা হুট করে হাজির হইনি।”

ঘটনাটি ভাইরাল হয়ে গেলে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ লেখেন, “চার্চ স্ট্রিটে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ এড শেরানকে লাইভ পারফর্ম করতে দেখলাম! কী দারুণ শহর!”

অনেকে আবার স্থানীয় প্রশাসনের সমালোচনা করে বলেন, “এত ছোটখাটো বিষয় নিয়ে কঠোর হওয়ার চেয়ে ট্রাফিক জ্যাম ও পানির সংকটের মতো গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর দিকে নজর দেওয়া উচিত।”

এড শেরান সম্প্রতি মুম্বাইতে ভারতীয় গায়ক দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে একটি পারফরম্যান্স করেন, যা ভারতজুড়ে আলোড়ন তোলে। তিনি ভারতে আরও দুটি শো করার পর চীন ও সংযুক্ত আরব আমিরাতে সফর করবেন। –সিএনএন

Scroll to Top