ভারতে এশিয়া কাপ হকিতে খেলবে বাংলাদেশ | চ্যানেল আই অনলাইন

ভারতে এশিয়া কাপ হকিতে খেলবে বাংলাদেশ | চ্যানেল আই অনলাইন

এশিয়া কাপ হকির আসর বসবে ভারতে। আয়োজন ভারতে হওয়ায় নিরাপত্তার কারণ দেখিয়ে নাম সরিয়ে নিয়েছে পাকিস্তান। এতে পথ সুগম হয়েছে বাংলাদেশের। এশিয়ান হকি ফেডারেশন থেকে আনুষ্ঠানিকভাবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মঞ্চে খেলার আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ হকি দল।

বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্ণেল (অব:) রিয়াজুল হাসান চ্যানেল আই অনলাইনকে জানালেন, ‘এশিয়া কাপে খেলতে আনুষ্ঠানিকভাবে আমাদের আমন্ত্রণ জানানো হয়েছে এবং আমরা খেলতে যাবো। চার-পাঁচদিন আগে আমরা সবাইকে নিয়ে অনুশীলন শুরু করেছি।’

‘আমাদের হাতে আছে আর মাত্র পাঁচ-ছয়দিন। আমরা খেলতে যাবো ইনশাআল্লাহ। আগামীকাল ভিসার জন্য আবেদন করব। ভারত থেকে আমন্ত্রণপত্র চলে আসায় আশা করছি অ্যাম্বাসিতে বেশিদিন সময় লাগবে না। আসরে খেলতে যাচ্ছি এবং আমরা আশাবাদী। এছাড়া জাতীয় দলের ক্যাম্প চলমান আছে।’

এবছরের এপ্রিলে হওয়া বাছাইপর্বে খেলেছিল বাংলাদেশ। সেমিফাইনালে ওমানের কাছে হেরে আসর থেকে বাদ পড়ে।

এশিয়া কাপ হকির ১২তম আসর বসবে ভারতের বিহার রাজ্যের রাজগীরে। খেলা শুরু হবে ২৯ আগস্ট, চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। চ্যাম্পিয়ন দল ২০২৬ সালে নেদারল্যান্ডস ও বেলজিয়ামে হতে চলা ছেলেদের হকি বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে। আসরের বর্তমান চ্যাম্পিয়ন সাউথ কোরিয়া।

Scroll to Top