‘ভাড়াটিয়া’ কাউকে বিএনপির সদস্য ফরম দেবেন না: জাহিদ হোসেন

‘ভাড়াটিয়া’ কাউকে বিএনপির সদস্য ফরম দেবেন না: জাহিদ হোসেন

জাহিদ হোসেন বলেন, ‘নতুন সদস্য এবং সদস্য নবায়ন, এটি সঠিকভাবে করবেন। এতে আপনার দল সঠিকভাবে চলবে। এটি সঠিকভাবে করবেন না, আপনার দলও সঠিকভাবে চলবে না। তখন সুযোগসন্ধানীরা তাঁদের সুযোগ নেবেন। এই কাজটা দয়া করে করতে দেবেন না।’

যাঁরা অত্যাচার, নির্যাতন, মামলা-মোকদ্দমা দিয়েছেন, তাঁদের দলে না নেওয়ার কথা জানিয়ে জাহিদ হোসেন বলেন, ‘কোনো দল করেন না, ভালো বলে সুপারিশ আছে, স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক, সমাজে বা পাড়ার প্রভাবশালী মানুষ—এসব মানুষ যদি সদস্য হতে চান, আর আপনারা যদি মনে করেন তাঁকে দলে নেওয়া উচিত, তাহলে সদস্য করতে পারবেন। কিন্তু সেটি উপজেলা কমিটি আগে যাচাই-বাছাই করে দেখবে।’

Scroll to Top