ভাইবোনের নিঃস্বার্থ ভালোবাসা নিয়ে তুরস্কের ‘বড় ভাই’

ভাইবোনের নিঃস্বার্থ ভালোবাসা নিয়ে তুরস্কের ‘বড় ভাই’

গল্পে দেখা যায়, চার ভাইবোন-কাদির, ওমর, আসিয়ে ও এমেল-এর জীবনের লড়াই। সুখী ও সাধারণ পরিবারে বেড়ে ওঠা এই চার ভাইবোন হঠাৎ এক দুর্ঘটনায় বাবা-মাকে হারায়। এরপর শুরু হয় সংগ্রামময় জীবন। কখনো তারা সমাজের নিষ্ঠুরতার শিকার হয়, কখনো আবার সহানুভূতিশীল মানুষদের কাছ থেকে সহযোগিতা পায়। সিরিজের বড় আকর্ষণ হলো ভাইবোনদের নিঃস্বার্থ ভালোবাসা এবং একে অপরের পাশে থাকার মনোভাব।

Scroll to Top