ভয় কাটিয়ে জয়ের আনন্দ

ভয় কাটিয়ে জয়ের আনন্দ

সিরিজের জয়ের ম্যাচেও থাকল নীরব অশ্রু। এক মিনিট নীরবতা পালন আর খেলোয়াড়দের কালো আর্মব্যান্ডে মাইলস্টোন স্কুল ট্র্যাজেডিতে নিহতদের প্রতি শোক জানিয়ে শুরু হয় ম্যাচ। মাঝে শঙ্কার সময় পার করে শেষটা অবশ্য সিরিজ জয়ের উৎসব দিয়ে।

ম্যাচ শেষে জয়ের নায়ক জাকের আলী আরেকবার মনে করলেন বিমান বিধ্বস্তে নিহতদের, ‘গতকালের দিনটা বুক ভার নিয়েই কাটাতে হয়েছে…।’ তার আগে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অধিনায়ক লিটন দাস পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়কে উৎসর্গ করেছেন উত্তরার হৃদয়বিদারক ঘটনায় হতাহতদের প্রতি।

Scroll to Top