ব্রিটজকের রেকর্ডের পর এনগিদির ৫ উইকেট, অজিদের বিপক্ষে সিরিজ প্রোটিয়াদের | চ্যানেল আই অনলাইন

ব্রিটজকের রেকর্ডের পর এনগিদির ৫ উইকেট, অজিদের বিপক্ষে সিরিজ প্রোটিয়াদের | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

সাউথ আফ্রিকার তরুণ ব্যাটার ম্যাথু ব্রিটজকের রেকর্ড গড়ার দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৭৭ রানের সংগ্রহ গড়ে সাউথ আফ্রিকা। এরপর বল হাতে ঝড় বইয়ে দেন পেসার লুনগি এনগিদি। ৫ উইকেট নিয়ে অজিদের রীতিমত ধসিয়ে দেন। তাতে ৮৪ রানে জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নেয় প্রোটিয়ারা।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে ম্যাকাইয়ে টসে জিতে আগে ব্যাটে নামে সাউথ আফ্রিকা। ৪৯.১ ওভারে ২৭৭ রানে থামে স্বাগতিকদের ইনিংস। জবাবে নেমে ৩৭.৪ ওভারে ১৯৩ রানে সফরকারীদের ইনিংস।

৮ চার ও ২ ছক্কায় ৭৮ বলে ৮৮ রান করেন বিট্রজকে। তাতে ওয়ানডে অভিষেকের পর চার ম্যাচের সবকটিতে হাফ-সেঞ্চুরি করার কীর্তি গড়েন ২৬ বর্ষী ব্যাটার। ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে এই রেকর্ড গড়েন বিট্রজকে। ভালো করেছেন ত্রিস্তান স্টাবসও। তিন চার ও এক ছক্কায় ৮৭ বলে ৭৪ রান করেন। এছাড়া টনি ডি জর্জি ৩৮ রান এবং উইয়ান মুল্ডার ২৬ রান করেন।

অজি বোলাদের মধ্যে অ্যাডাম জাম্পা তিন উইকেট নেন। জাভিয়ের ব্রেটলেট, নাথান এলিস ও মার্নাস লাবুশেন নেন দুটি করে উইকেট।

রানতাড়ায় নেমে এনগিদির তোপে পড়েন অস্ট্রেলিয়া ব্যাটাররা। ৮.৪ ওভারে ৪২ রানে ৫ উইকেট তুলে নিয়েছেন এই পেসার। ভালো করেছেন নান্দ্রে বার্গার ও সেনুরান মুথুস্বামী। দুজনেই দুটি করে উইকেট নেন।

অজি ব্যাটারদের মধ্যে ভালো করেছেন জশ ইংলিশ। ১০ চার ও ২ ছক্কায় ৭৪ বলে ৮৭ রান করেন। ৫৪ বলে ৩৫ রান করেন ক্যামেরন গ্রিন। এছাড়া মিচেল মার্শ ১৮ এবং আলেক্স ক্যারি ১৩ রান করেন।

Scroll to Top