ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে ৫ জনের মৃত্যু | চ্যানেল আই অনলাইন

ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে ৫ জনের মৃত্যু | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দু’টি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিক্সার ত্রিমুখী সংঘর্ষে পাঁচজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

রোববার ৩ আগস্ট বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার রামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলার সরাইল উপজেলার বাড়িউড়া গ্রামের আল আমিনের ছেলে সুমন (২৯), সদর উপজেলার মৈন্দ গ্রামের মকবুল আলীর ছেলে লোকমান হোসেন (৩০) একই এলাকার শাহজাহান মিয়ার ছেলে তুহিন হাসান (২৯), বিজয়নগর উপজেলার সাতগাঁও গ্রামের শাহজাহান মিয়ার ছেলে আকরাম (২৫), রংপুর জেলার গঙ্গাচড়া থানার খামার মোহনা গ্রামের ফজু মিয়ার ছেলে মনিরুজ্জামান (২১)।

পুলিশ ও নিহতদের পরিবার জানান, বিকেলে সুমন ও তার দুই বন্ধু লোকমান ও তুহিনকে নিয়ে মোটরসাইকেল যোগে বিজয়নগর উপজেলায় ফুটবল খেলা দেখতে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষের সময় অপরদিক থেকে সিএনজিচালিত অটোরিকশা এসে মোটরসাইকেল দুটিকে আঘাত করে। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের চারজন আরোহী নিহত হয়। আরেকজন মোটরসাইকেল আরোহীকে হাসপাতালে নেয়ার পথে মারা যান।

এ ঘটনায় সিএনজি অটোরিকশার চারযাত্রী আহত হয়। আহতরা হলেন, বিজয়নগর উপজেলার সাতগাঁও গ্রামের ফজল মিয়ার ছেলে সবুজ (১৯), ইব্রাহিমপুর গ্রামের সৈয়দ মিয়ার ছেলে আহাদ (২০), চান্দুরা কালিসীমা গ্রামের সিএনজি অটোরিকশা চালক আলামিন, সাতগাঁও গ্রামের দুলাল মিয়ার ছেলে ইয়ামিন।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। তবে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় এবং আবেদনের প্রেক্ষিতে নিহতদের মরদেহগুলো ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Scroll to Top