ব্রাজিলের কোচ না হওয়ার কারণ জানালেন আনচেলত্তি – Allrounder BD

ব্রাজিলের কোচ না হওয়ার কারণ জানালেন আনচেলত্তি – Allrounder BD

ব্রাজিলের কোচ না হওয়ার কারণ জানালেন আনচেলত্তি – Allrounder BD

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিল, ব্রাজিলের কোচ হতে যাচ্ছেন কার্লো আনচেলত্তি। কিন্তু ব্রাজিলিয়ান সমর্থকদের আশায় জল ঢেলে দিয়ে রিয়াল মাদ্রিদের সাথে চুক্তি নবায়ন করেছেন ইতালিয়ান এ কোচ। কেনো ব্রাজিলের কোচ না হয়ে রিয়ালের সাথে চুক্তি নবায়ন করেছেন সেই ব্যাখা দিয়েছেন চারবারের ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ী কোচ।

বড় দিনের ছুটির পর স্প্যানিশ লা লিগায় মায়োর্কার মুখোমুখি হবে ভিনিসিয়ুস জুনিয়ররা। তার আগে সংবাদ সম্মেলনে রিয়ালের সাথে চুক্তি নবায়ন ও ব্রাজিলের কোচ না হওয়ার বিষয়ে আনচেলত্তি বলেন, “সবকিছু রিয়ালের জন্য ঝুলে ছিল। সাম্প্রতিক সময়ে এদনালদোও (সিবিএফের) সভাপতি পদে নেই। আর শেষ পর্যন্ত পার্থক্য হয়ে দাঁড়ায় ওই ব্যাপারটাই যেটা আমি চেয়েছি। আমি জানি না ২০২৬ সালে ব্রাজিল আমাকে চাইবে কি না এবং আমি এটাও জানি না তারা আমার সিদ্ধান্তে খুশি হবে কি না”

রিয়ালের কোচ হিসেবে বেশ সফল আনচেলত্তি। দলটিকে দুইবার ইউরোপ সেরা বানিয়েছেন তিনি। নতুন মেয়াদে ২০২৬ সাল পর্যন্ত রিয়ালের সাথে চুক্তি করেছেন ইতালিয়ান মাস্টারমাইন্ড। পারফর্ম্যান্স ভালো করলেও এর চেয়েও বেশি সময় রিয়ালের সাথে থাকতে চান আনচেলত্তি।

তিনি বলেন, “২০২৬ সালে থাকব কি না, সেটা নির্ভর করছে আমার পারফরম্যান্সের ওপর। হয়তো থাকতেও পারি। আমি রিয়ালের কোচ হিসেবে ২০২৭ ও ২০২৮ সালেও চালিয়ে যেতে চাই। কারণ, এখানে আমি থাকতে চাই”

Scroll to Top