ব্যাটারি চালিত ট্রাক্টর আনলেন দুর্গাপুরের বিজ্ঞানীরা, চার ঘন্টা চার্জে কেল্লাফতে

ব্যাটারি চালিত ট্রাক্টর আনলেন দুর্গাপুরের বিজ্ঞানীরা, চার ঘন্টা চার্জে কেল্লাফতে

দুর্গাপুর : কৃষিক্ষেত্রে ফের বিপ্লব আনতে চলেছেন দুর্গাপুরের বিজ্ঞানীরা। দুর্গাপুরের CMERI এর বিজ্ঞানীরা বানিয়ে ফেলেছেন ব্যাটারি চালিত ট্রাক্টর। যার মাধ্যমে কৃষি কাজ যেমন করা যাবে। তেমনভাবেই করা যাবে পণ্য পরিবহনের কাজ। দেশের প্রান্তিক এলাকার কৃষকদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে ট্রাক্টরটি। যার ফলে এই ট্রাক্টর কিনতে পকেটে খুব বেশি চাপ পড়বে না কৃষকের। এই ট্রাক্টর ব্যবহার করলে জ্বালানি খরচ হবে না কৃষকদের। ব্যাটারিতে চলবে এই ট্রাক্টর। চার্জ দেওয়ার জন্য যে খরচ হবে, তাও খুব বেশি নয়। একইসঙ্গে আরও নানান প্রযুক্তি ব্যবহার করা হয়েছে ব্যাটারি চালিত এই ট্র্যাক্টরে।

প্রস্তুতকারক সংস্থার বিজ্ঞানীদের দাবি, লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে এই ট্রাক্টরে। চার ঘন্টা চার্জ দিলে এই ট্রাক্টরটি ৪ ঘন্টা চলতে সক্ষম। ব্যাটারি খরচের পরিমাণ কমাতে, ট্রাক্টরের হর্স পাওয়ার ১১ থেকে ২৬ এর মধ্যে কমানো – বাড়ানোর মত অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এখানে। ইলেকট্রিক ট্রাক্টরে যে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে, তার আয়ু পাঁচ বছর বলে সংস্থার দাবি। পাশপাশি যখন ট্রাক্টরটি কৃষিকাজ বা পরিবহনে ব্যবহার করা হবে না, তখন ট্রাক্টরের ব্যাটারি জেনারেটর রূপে ব্যবহার করা যেতে পারে। সেই ব্যবস্থা দেওয়া হয়েছে এখানে। কতটা ব্যাটারি ব্যবহার হয়েছে বা আর কতক্ষণ ব্যাটারি চালু থাকবে, সেই সংক্রান্ত ডিসপ্লে বোর্ড রয়েছে ব্যাটারি চালিত এই ট্রাক্টরে।

আরও পড়ুন-প্রিয়জনকে হারালেন ববি দেওল, কাছের মানুষকে হারিয়ে শোকস্তব্ধ বলি অভিনেতা

আরও পড়ুন– হাই সুগার থাকা সত্ত্বেও চিনির বদলে গুড় খাচ্ছেন? হিতে বিপরীত হলেই কিন্তু মারাত্মক ক্ষতি!

ইতিমধ্যেই এই ট্রাক্টরটি বিভিন্ন সংস্থা বাণিজ্যিকভাবে প্রস্তুত করার জন্য আগ্রহ প্রকাশ করেছে। হায়দ্রাবাদের একটি সংস্থা ইতিমধ্যেই এই ডিজাইন নিয়েছে দুর্গাপুরের সিএমইআরআই এর কাছে। যদিও সংস্থা ডিরেক্টর জানিয়েছেন, একটি সার্টিফিকেসন প্রক্রিয়া বাকি রয়েছে। যা দ্রুত সম্পন্ন করানোর চেষ্টায় রয়েছেন সংস্থার আধিকারিকরা। তা হয়ে গেলেই খুব দ্রুত ইভি ট্রাক্টর বাজারে আনা যাবে। যা দেশের কৃষকদের ক্ষেত্রে নতুন এক দিগন্ত খুলে দেবে।

আগামী প্রজন্ম পাবে কম খরচের দূষণমুক্ত ট্রাক্টর। যা ব্যবহারের খরচও কমবে অনেকটা। দুর্গাপুরের সংস্থার বিজ্ঞানীদের এই কৃতিত্ব, দেশের সমগ্র কৃষি ব্যবস্থায় আমুল পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে।

Nayan Ghosh

পশ্চিম বর্ধমান

পশ্চিম বর্ধমান

Published by:Riya Das

First published:

Tags: Durgapur, Local18

Scroll to Top