ব্যাংক একীভূতকরণে আমানতকারীদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই – DesheBideshe

ব্যাংক একীভূতকরণে আমানতকারীদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই – DesheBideshe

ব্যাংক একীভূতকরণে আমানতকারীদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই – DesheBideshe

ঢাকা, ১৩ আগস্ট – বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, ব্যাংক একীভূতকরণের প্রক্রিয়া এখনও আলোচনার পর্যায়ে রয়েছে। কবে এবং কোন ব্যাংক কার সঙ্গে একীভূত হবে, তা আনুষ্ঠানিকভাবে পরে জানানো হবে।

তবে আমানতকারীদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, সবাই তাদের জমা টাকা ফেরত পাবেন। মঙ্গলবার (১২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকে কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ঘোষণার অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ আশ্বাস দেন।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, একীভূতকরণের আলোচনায় থাকা পাঁচটি ইসলামী ব্যাংকের মধ্যে এক্সিম বাদে বাকি চারটি ফার্স্ট সিকিউরিটি ইসলামী, সোশ্যাল ইসলামী, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যানদের সঙ্গে মঙ্গলবার আবার বৈঠক করেন গভর্নর। এক্সিম ব্যাংকের সঙ্গে শিগগির আলাদা বৈঠক হওয়ার কথা রয়েছে।

সূত্রমতে, এ বৈঠককে একীভূতকরণের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরুর প্রথম ধাপ হিসেবে ধরা হচ্ছে। শিগগির বাংলাদেশ ব্যাংক সরকারকে চিঠি দিয়ে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠাবে, যেখানে প্রয়োজনীয় অর্থ, শেয়ারের অবস্থা এবং অন্যান্য শর্তাবলি উল্লেখ থাকবে।

বাংলাদেশ ব্যাংকের লক্ষ্য, আগামী অক্টোবরের মধ্যে পাঁচটি ইসলামী ব্যাংক একীভূতকরণ সম্পন্ন করা। গত জুনে সংশ্লিষ্ট ব্যাংকের চেয়ারম্যান ও এমডিদের নিয়ে প্রথম আনুষ্ঠানিক আলোচনা হয়। তবে এক্সিম ব্যাংকের চেয়ারম্যান বিভিন্ন ফোরামে এই একীভূতকরণের বিরোধিতা করে আসছেন।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ১৩ আগস্ট ২০২৫



Scroll to Top