বোলিং, ফিল্ডিংয়ে বাংলাদেশের দারুণ কামব্যাক

বোলিং, ফিল্ডিংয়ে বাংলাদেশের দারুণ কামব্যাক
বোলিং, ফিল্ডিংয়ে বাংলাদেশের দারুণ কামব্যাক

গৌহাটির ব্যাটিং স্বর্গে আগে ব্যাট করে শ্রীলঙ্কা স্কোরবোর্ডে জমা করেছে রান। বাংলাদেশের পেসাররা এদিন আলো ছড়াতে না পারলেও স্পিন ঘূর্ণিতে শ্রীলঙ্কা হয় বিপর্যস্ত। শেখ মেহেদী হাসান বল হাতে ছিলেন দুর্দান্ত, একাই দখলে নেন ৩ উইকেট। শেষপর্যন্ত ২৬৩ রানে শেষ হয় শ্রীলঙ্কার ইনিংস। বোলিং, ফিল্ডিংয়ে দারুণ কামব্যাক করা বাংলাদেশ অল্পতেই গুটিয়ে দিল লঙ্কানদের।

মূল পর্ব না হলেও বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে আজ থেকে। বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। বিশ্রামে আছেন সাকিব, শান্ত, মুস্তাফিজুর ও শরিফুল। তবে তারা চাইলে যে কোনো সময় বল করতে পারবে। অনুশীলনে চোট পাওয়া সাকিব আল হাসান ম্যাচ না খেলায় অধিনায়কের দায়িত্ব মেহেদী হাসান মিরাজ।

আগে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কা দুই ওপেনার কুশল পেরেরা ও পাথুম নিসাঙ্কার ব্যাটে দারুণ শুরু পায়। তবে কুশল পেরেরা ৩৪ (২৪)* রানে ব্যাট করার সময় কাঁধের চোট নিয়ে ফিরে যান প্যাভিলিয়নে। এরপর কুশল মেন্ডিস এসে সঙ্গ দেন নিসাঙ্কাকে। প্রথম ১০ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ বিনা উইকেটে ৬৯ রান। শরিফুল ইসলাম বোলিং করেছেন ২ ওভার, দিয়েছেন ১৭ রান। এক ওভারে নাসুম খরচ করেন ১৬। 

বাংলাদেশ প্রথম ব্রেকথ্রু পায় ১৫তম ওভারে এসে। নাসুম আহমেদের বলে নাজমুল হোসেন শান্ত’র দুর্দান্ত এক ক্যাচে বিদায় নেন ২২ রান করা মেন্ডিস। মেহেদী হাসান অ্যাকশনে আসতে প্রথম ওভারেই উইকেট হারান সাদিরা সামারাবিক্রমা। এবারও ক্যাচ তালুবন্দি করে নেন শান্ত, পরপর দুই ওভারে দুই উইকেট হারিয়ে বিপাকে লঙ্কানরা। এরমাঝেই ফিফটি পূর্ণ করে দলের সংগ্রহ বড় করতে থাকেন ওপেনার নিসাঙ্কা। কিন্তু ব্যক্তিগত ৬৮ রানে মেহেদী হাসানের বলে পরাস্ত হয়ে তোলেন মিরাজের হাতে ক্যাচ।

৩২ বল খেলে ১৮ রানে থাকা চারিথ আসালাঙ্কাকে ফিরিয়ে মেহেদী দখলে নেন নিজের তৃতীয় উইকেট। পেসারদের উইকেট খরা কাটান শরিফুল ইসলাম। লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা উড়িয়ে মারতে গিয়ে হলেন তানজিম সাকিবের হাতে ক্যাচ। ফেরার আগে ১৭ বল খেলে শানাকার রান ৩। দলীয় ১৭৭ রানে পঞ্চম উইকেট হারানো শ্রীলঙ্কাকে এরপর পথ দেখায় ধনঞ্জয়া-করুনারত্নে জুটি। ফিল্ডিংয়ে দুর্দান্ত মাহমুদউল্লাহ রিয়াদ ডিরেক্ট থ্রোতে ফেরালেন ১৮ রান করা দিমুথ করুনারত্নেকে।

দারুণ বল করে যাওয়া অধিনায়ক মেহেদী হাসান মিরাজ উইকেটের দেখা পেলেন নিজের শেষ ওভারে এসে। এবার ক্যাচ লুফে নেন মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর দুনিথ ওয়েল্লালাগেকে মাহমুদউল্লাহর থ্রোতে মুশফিক রান আউট করেন। তানজিম সাকিব ইনিংসের শেষ ওভারের শুরুর বলেই পান উইকেটের দেখা।

৩৯ ওভারে ২০০ রান ছোঁয়া শ্রীলঙ্কা শেষপর্যন্ত থামে ২৬৩ রানে। 

Scroll to Top