চাঁদাবাজির ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশের সব শাখা কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।
রোববার (২৭ জুলাই) রাজধানীর শাহবাগে এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক সমন্বয়ক রিফাত রশিদ।
সংবাদ সম্মেলনে রিফাত রশিদ বলেন, সম্প্রতি কয়েকটি ঘটনায় দেখা গেছে, আমাদের সংগঠনের নাম ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালানোর চেষ্টা করা হয়েছে। আমরা আগেই সতর্ক করেছিলাম যে, এই প্ল্যাটফর্মে কোনো অনৈতিক কার্যকলাপ বরদাশত করবে না। কিন্তু দুঃখজনকভাবে কিছু ব্যক্তি ও রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রছায়ায় এমন কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। এমনকি সংগঠনের কিছু সদস্য বিপথগামী হয়ে পড়েছে।
তিনি জানান, সংগঠনের অর্গানোগ্রামের জরুরি বৈঠকে উপস্থিত চার সদস্যের সম্মতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রিফাত রশিদ আরও বলেন, আজ ২৭ জুলাই থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া দেশের সব জেলা ও শাখা কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে স্থগিত ঘোষণা করা হলো।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে তিনি বলেন, সংগঠনের নাম ব্যবহার করে কেউ কোনো অনৈতিক কাজ করলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানাই। প্রয়োজনে আমরা আইন অনুযায়ী পূর্ণ সহযোগিতা করব।
সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম ও কাঠামো কেমন হবে, সে বিষয়ে শিগগিরই বিস্তারিত ঘোষণা দেওয়া হবে বলেও জানান রিফাত রশিদ।