মে মাসে তেহরানের ইমাম খোমেনি মসজিদ চত্বরে অনুষ্ঠিত হয় এই বইমেলা। এটি ইরানসহ মধ্যপ্রাচ্যের বৃহৎ সাংস্কৃতিক আয়োজন। ইসলামি সাহিত্য, ধর্মীয় গবেষণা ও ঐতিহ্যবাহী জ্ঞানের বই এখানে বেশি গুরুত্ব পায়। তবে শিশুতোষ, প্রযুক্তি ও আধুনিক সাহিত্যের বইয়েরও উপস্থিতি লক্ষ করা যায়।
দেশি-বিদেশি প্রায় দুই হাজার প্রকাশক অংশ নেন এই মেলায়। এতে ইংরেজি, আরবি, ফরাসি, জার্মান, চীনা, কোরীয়, রুশ ও জাপানি ভাষার বই পাওয়া যায়। সাহিত্যিক অনুষ্ঠান, আলাপচারিতা ও কবিতা পাঠ এখানে অত্যন্ত জনপ্রিয়। ১০ দিনব্যাপী এই বইমেলায় দৈনিক সাড়ে পাঁচ থেকে ছয় লাখ মানুষ ঘুরতে আসেন।