ঢাকা, ২৩ জুলাই – রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তে আহতদের চিকিৎসা সহায়তা দিতে ঢাকায় পৌঁছেছেন ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসকদল। বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় ঢাকায় এসে পৌঁছান তারা।
বিশেষায়িত দলটিতে ভারতের শীর্ষ দুটি হাসপাতাল রাম মনোহর লোহিয়া এবং সফদরজং- এর ডাক্তার এবং নার্সরা রয়েছেন। যারা হাসপাতাল দুটির বার্ন এবং প্লাস্টিক সার্জারিতে বিশেষজ্ঞ।
এর আগে ভারতীয় হাইকমিশনের একজন কর্মকর্তা জানিয়েছিলেন, বুধবার সন্ধ্যার মধ্যেই ঢাকায় এসে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে কাজে যোগ দেবেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।
এদিকে, সিঙ্গাপুর থেকে আগত চিকিৎসকদের একটি দল ইতোমধ্যে মঙ্গলবার রাতেই ঢাকায় এসে পৌঁছেছে। বুধবার দুপুরে তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক বৈঠকে অংশ নেন।
সূত্র: কালের কণ্ঠ
এনএন/ ২৩ জুলাই ২০২৫