বিব্রতকর রেকর্ড গড়ে আইপিএল থেকে বিদায় ধোনির চেন্নাইয়ের | চ্যানেল আই অনলাইন

বিব্রতকর রেকর্ড গড়ে আইপিএল থেকে বিদায় ধোনির চেন্নাইয়ের | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

আইপিএলের চলতি মৌসুম হতাশার কাটছে চেন্নাই সুপার কিংসের। আসরে ঘরের মাঠে চেন্নাই টানা সর্বোচ্চ পঞ্চম হারের রেকর্ড গড়েছে। আগে চিপকে কেবল টানা দুই ম্যাচে হারের রেকর্ড ছিল স্বাগতিকদের। একইসঙ্গে চলতি অষ্টাদশ আসরের প্রথম দল হিসেবে কোয়ালিফায়ারের আগে বিদায় নিয়েছে মহেন্দ্র সিং ধোনির দল।

ঘরের মাঠ চিপকের এম চিদাম্বরম স্টেডিয়ামে বুধবার রাতে পাঞ্জাব কিংসের মুখোমুখি হয়েছিল চেন্নাই। টসে হেরে আগে ব্যাটে নেমে স্বাগতিকরা ১৯১ রান তোলে। চেন্নাইয়ের পক্ষে স্যাম কারেন সর্বোচ্চ ৮৮ রান করেন, ৪৭ বলে ৯ চার ও ৪ ছক্কায়। বলার মতো রান পাননি তাদের আর কেউই। জবাবে শ্রেয়াস আয়ারের পাঞ্জাব ২ বল এবং ৪ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে। পাঞ্জাব অধিনায়ক আয়ার ৭২ রান ও শশাঙ্ক সিংয়ের ২৩ রানের ক্যামিওতে লক্ষ্যে পৌঁছায় দলটি।

চলতি আসরে হতাশ হতে হয়েছে চেন্নাইকে। এপর্যন্ত ১০ ম্যাচের ৮টিতে দেখেছে হার। আসরের প্রথম দল হিসেবে ধোনি-জাদেজাদের বিদায় নিশ্চিত হয়েছে। এনিয়ে টানা দুই মৌসুমে লিগপর্ব থেকে বিদায় নিলো চেন্নাই। সবমিলিয়ে আইপিএলে সর্বোচ্চ পাঁচবারের শিরোপাধারী ফ্র্যাঞ্চাইজিটি টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবার একাধিক বিব্রতকর নজির গড়েছে।

ইতিহাসে প্রথমবার আইপিএলের টানা দুই আসরে লিগপর্ব থেকে বিদায় নিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই। চলতি আসরে ঘরের মাঠে টানা পাঁচ ম্যাচে হার, আইপিএলে ঘরের মাঠে এমন বিব্রতকর পরিস্থিতিতে আগে কখনো পড়েনি তারা। এমৌসুমে তারা চিপকে ৬ ম্যাচের মধ্যে কেবল একটিতে জিতেছে। সবমিলিয়ে ১০ ম্যাচে জয় কেবল ২টি। প্রথমবার প্রতিযোগিতাটিতে প্রথম দল হিসেবে প্লে-অফের আগেই বিদায় নিলো চেন্নাই।

Scroll to Top