এশিয়া কাপের তৃতীয় ম্যাচ আজ, যেখানে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। সবচেয়ে আকর্ষণীয় ও আকাঙ্ক্ষিত এই ম্যাচে কয়েকবার বৃষ্টির বাধাও দেখা যায়। শাহীন শাহ আফ্রিদির আগুন শুরুর পর ইশান কিশান, হার্দিক পান্ডিয়ার ব্যাটে ভারতের কামব্যাক। দুইজনই ৮০ টপকিয়ে ছুটছিলেন সেঞ্চুরির পথে, কিন্তু একে একে তাদের থামতে হয় ৮২ ও ৮৭ রানে। ভারতের ইনিংস থামে ২৬৬ রানে।
টস জিতে আগে ব্যাট করতে নেমে ৬৬ রানেই চার উইকেট হারিয়ে বসে ভারত। পরপর দুই ওভারে শাহীন শাহ আফ্রিদি স্টাম্প ভাঙেন রোহিত ও কোহলির। রীতিমতো বোকা বানিয়েই তাদের প্দাপ্যাভিলিয়নে পাঠান আফ্রিদি। ২২ বলে অধিনায়ক রোহিতের ১১, কোহলি পাননি ৪ রানের বেশি।
নতুন বলে শাহীন শাহ আফ্রিদি কতটা ভয়ংকর, ভারতের শুরুর ১০ ওভারেই বোঝা গেছে। উদ্বোধনী খেলায় নেপালের বিপক্ষে প্রথম ওভারেই ২ উইকেট তুলে নিয়েছিলেন এই ফাস্ট বোলার। শাহীন ভারতের বিপক্ষে এবার নিলেন ৪ উইকেট, মাত্র ৩৫ রান খরচায়।
দুই তারকার দ্রুত বিদায়ের পর শ্রেয়াস আইয়ার কিছুটা লড়াই করার চেষ্টা করেন। দুই বাউন্ডারিতে শুরুটা ভালো করেও ৯ বলেই হারান উইকেট। এরপর ভারতের গল্পটা নতুন করে লিখেন ইশান কিশান, হার্দিক পান্ডিয়া জুটি। ১৩৮ রানের জুটি গড়তে গিয়ে শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, আঘা সালমানকে তুলোধুনো করেন।
তবে আশা জাগিয়ে একজনও যেতে পারেননি সেঞ্চুরির কাছে। হাত খুলে মারতে গিয়ে হারিস রউফের বলে ক্যাচ তুলে ৮২ রানে ফেরত যান। হার্দিকও মারমুখী হয়ে ৮৭ রানে থেমে যান। শাহীন শাহ আফ্রিদি এই ব্রেকথ্রু এনে দিয়ে ওভারের শেষ বলে তুলে নেন রবীন্দ্র জাদেজার উইকেট।
এরপর আর কেউ খেলতে পারেনি বড় কোনো ইনিংস। ৪৮.৫ ওভারে ২৬৬ রানে অলআউট ভারত।