এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বাংলাদেশের বিদ্যুৎ খাতে আরও তিন কোটি ডলার দেবে বিশ্ব ব্যাংক। ‘এনহ্যান্সমেন্ট অ্যান্ড স্ট্রেংদেনিং অব পাওয়ার ট্রান্সমিশন নেটওয়ার্ক ইন ইস্টার্ন রিজিয়ন প্রজেক্ট’ এর আওতায় বিশ্ব ব্যাংকের সঙ্গে অতিরিক্ত অর্থায়ন হিসেবে ৩ কোটি ডলারের একটি চুক্তি সই করেছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বাসস জানায়, বৃহত্তর কুমিল্লা, চট্টগ্রাম ও নোয়াখালীতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এবং ক্রমবর্ধমান চাহিদা পূরণে এই প্রকল্পটি বাস্তবায়ন করছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন।World Bank to provide another $30 million for power sector
বিশ্বব্যাংকের স্কেল-আপ ফ্যাসিলিটির (এসইউএফ) আওতায় ২০১৮ সালের ১০ এপ্রিল ৪৫ কোটি ৬ লাখ ৪০ হাজার মার্কিন ডলারের এই প্রকল্পের প্রাথমিক অর্থায়ন চুক্তি সই হয়। কোভিড মহামারির সময় কোভিড-১৯ সম্পর্কিত প্রকল্পে পুনঃব্যবহারের জন্য মূল প্রকল্পের পরিমাণ থেকে ৫ কোটি মার্কিন ডলার বাতিল করা হয়।

৫ বছরের গ্রেস পিরিয়ডসহ ঋণ পরিশোধের সময়সীমা ৩০ বছর।

এই ঋণ চুক্তির সুদের হার ১ দশমিক ২৫ শতাংশ এবং সার্ভিস চার্জ শূন্য দশমিক ৭৫ শতাংশ। সর্বোচ্চ কমিটমেন্ট চার্জ শূন্য দশমিক ৫ শতাংশ। তবে বিশ্বব্যাংক বোর্ড এ বছরের জন্য কমিটমেন্ট চার্জ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে।