শেষবারের মতো রিয়াল মাদ্রিদ ডাগআউটে দাঁড়াতে চলেছেন কার্লো আনচেলত্তি। শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচ দিয়ে লস ব্লাঙ্কোসদের সঙ্গে পথচলার ইতি টানবেন ইতিলিয়ান কোচ। আনচেলত্তির পাশাপাশি একইদিন সান্তিয়াগো বার্নাব্যুতে শেষ ম্যাচ খেলবেন লুকা মদ্রিচ। বিদায়ী মুহুর্তটা প্রিয় শিষ্যর সাথে ভাগ করে নিতে চান তিনি।
আসন্ন ক্লাব বিশ্বকাপ খেলে রিয়াল মাদ্রিদের সঙ্গে ১৩ বছরের পথ চলার ইতি টানবেন মদ্রিচ। সান্তিয়াগো বার্নাব্যুতে এটি হতে চলেছে ক্রোয়েশিয়ান মিডফিল্ডারের শেষ ম্যাচ। মদ্রিচের মতো তারকার সঙ্গে বিদায় মিলে যাওয়ায় আপ্লুত আনচেলত্তি।
বলেছেন, ‘আমি দ্রুতই খুব আবেগপ্রবণ হয়ে পড়ি। এটা হবে আবেগময় একটা দিন। আমি কাঁদলেও সমস্যা নেই। এটা হবে সুন্দর আর আমি সেটা মদ্রিচের সঙ্গে ভাগ করে নেব। সে রিয়াল মাদ্রিদে এই মেয়াদে অসাধারণ সহায়তা করেছে। সে দারুণ একজন মানুষ, একজন কিংবদন্তি। তার সঙ্গে বিদায় বলতে পারা হবে দুর্দান্ত।’
‘আমি মদ্রিচের সঙ্গে বিদায় বলব। তার মতো একজন দলে থাকা বিশেষ কিছু। কারণ, দলে অনেক খেলোয়াড় আছে উঁচুমানের, কিন্তু সে এমন একজন যে জানে কীভাবে মানের সঙ্গে প্রাণশক্তি মেলাতে হয়। আর এটাই তাকে কিংবদন্তিতে পরিণত করেছে। এই দুটার সমন্বয় করতে পারলেই একজন কিংবদন্তি হয়ে ওঠে, আর যারা পারে না তারা সাধারণ খেলোয়াড় থেকে যায়।’