প্রায় দুই বছর পর আগস্ট মাসে বার্সেলোনার ঘরের মাঠ ন্যু ক্যাম্পে ফেরার কথা ছিল। তবে ঘরের মাঠে ফিরতে আরও সময় লাগবে স্প্যানিশ জায়ান্ট দলটির। ১০ আগস্ট ঘরের মাঠে ফিরতে পারছে না হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। সংস্কার সংক্রান্ত জটিলতা ও নিরাপত্তার জন্য এমন তথ্য জানিয়েছে বার্সেলোনা।
লা-লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার স্টেডিয়ামটিতে দুই বছরের বেশি সময় ধরে সংস্কার চলছে। এ মৌসুমের শুরুতে কেমোর বিপক্ষে হুয়ান গাম্পার ট্রফি দিয়ে ন্যু ক্যাম্পে ফেরার কথা ছিল গাভি-পেদ্রো-ইয়ামালদের।
কিছু প্রয়োজনীয় অনুমতি ইতোমধ্যেই দেওয়া হয়েছে। তবে স্টেডিয়ামে প্রবেশপথ এবং আশেপাশের নিরাপত্তা সংক্রান্ত কিছু সমস্যা এখনও রয়ে গেছে। ক্লাবটি জানিয়েছে, যেহেতু ব্যাপক মাত্রায় কাজ সম্পন্ন হয়েছে, তাই এই অনুমতি সংক্রান্ত বিধিমালার সব শর্ত পূরণ করা সম্ভব হয়নি।
বার্সেলোনাকে বর্তমানে মেয়েদের দলের স্টেডিয়াম ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে খেলতে হবে। ২০২৩ সালের মে মাসে ন্যু ক্যাম্পে সবশেষ খেলেছিল বার্সেলোনা। ন্যু ক্যাম্পে সংস্কার কাজ চলায় বার্সা গত দুই মৌসুম শহরের অলিম্পিক স্টেডিয়ামে খেলছিল।