বার্সেলোনা ও মার্ক-আন্ড্রে টের স্টেগেনের মধ্যে সম্পর্কের উষ্ণতার খবর আলোচনায়। এবার জার্মান গোলরক্ষককে অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দিল কাতালান ক্লাবটি। তার পরিবর্তে অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে ক্লাবটি সহ-অধিনায়ক রোনাল্ড আরাউজোকে।
বৃহস্পতিবার বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বার্সেলোনা। বলেছে, ‘মার্ক-আন্দ্রে টের স্টেগেনের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের আইনি প্রক্রিয়া শুরু হওয়ায় এবং বিষয়টি চূড়ান্তভাবে সমাধান না হওয়া পর্যন্ত, ক্লাব, ক্রীড়া পরিচালক ও কোচিং স্টাফের সঙ্গে পারস্পরিক সম্মতিতে দলের প্রথম অধিনায়ক হিসেবে তার দায়িত্ব সাময়িকভাবে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ক্লাবের সঙ্গে তার বিরোধের কারণ হলো, নিজের চিকিৎসা সংক্রান্ত তথ্য লা লিগার হাতে দিতে চাননি তিনি। কাতালান ক্লাবটি চেয়েছিল, তার দীর্ঘ মেয়াদে বাইরে থাকার ভিত্তিতে লা লিগার নিয়ম ব্যবহার করে যেন নতুন খেলোয়াড়দের নিবন্ধন করাতে পারে তারা।
লা লিগার নিয়ম অনুযায়ী, একজন খেলোয়াড়কে দীর্ঘমেয়াদী অনুপস্থিতি হিসেবে বিবেচনা করার জন্য অন্তত চার মাস মাঠের বাইরে থাকতে হবে। হাঁটুর চোটে গত মৌসুমে লম্বা সময় বাইরে থাকা টের স্টেগেনের পিঠে অস্ত্রোপচার হয় গত মাসের শেষ দিকে। তখন জানানো হয়, অন্তত তিন মাস বাইরে থাকতে হবে ৩৩ বর্ষী ফুটবলারকে।