সাড়ে তিন বছর পর আবারও মিরপুরে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান। লিটন দাসদের সামনে সুযোগ প্রথমবার পাকিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ জয়ের। তিন ম্যাচের সিরিজ শুরুর আগে দেখে নেয়া যাক দুদলের মুখোমুখি পরিসংখ্যানের খতিয়ান।
মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে রোববার লিটন দাসের সঙ্গে লড়াইয়ে নামবে সালমান আলি আঘার দল। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে খেলা।
ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে পাকিস্তানের চেয়ে বেশ পিছিয়ে টিম টাইগার্স। ২২ বারের দেখায় জয়ের পাল্লা ভারী সফরকারীদের। কেবল তিন জয় পেয়েছে লাল-সবুজ দল, এর মধ্যে দুটি মিরপুরে।
তিন জয়ের মধ্যে প্রথমটি ২০১৫ সালে বাংলাদেশ সফরে পাকিস্তানের বিপক্ষে একমাত্র টি-টুয়েন্টিতে এবং অন্যটি ২০১৬ সালের এশিয়া কাপে। পাকিস্তানের বিপক্ষে এ ফরম্যাটে বাংলাদেশের আরেকটি জয় ২০২৩ সালে হাংঝোতে এশিয়ান গেমসের তৃতীয় স্থান নির্ধারণী প্লে-অফ ম্যাচে। ওই আসরে অবশ্য উভয় দলই দ্বিতীয় সারির দল পাঠিয়েছিল।
বাংলাদেশে সাতটি টি-টুয়েন্টি খেলেছে পাকিস্তান। সবশেষ ২০২১ সালে তিন ম্যাচের সিরিজে টাইগারদের হোয়াইটওয়াশ করেছিল তারা। বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স দেখাচ্ছে আশার আলো। শ্রীলঙ্কার মাটিতে ২-১ ব্যবধানে সিরিজ জয়ের পর পাকিস্তানকে অতিথ্য দিচ্ছে বাংলাদেশ।
অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে সবশেষ টি-টুয়েন্টি সিরিজের আগে পাকিস্তানও ছিল হারের বৃত্তে। নিউজিল্যান্ড সফরে সিরিজ হেরেছিল ৪-১ ব্যবধানে। সাউথ আফ্রিকাতেও সঙ্গী হয়েছিল ২-০ ব্যবধানের হার।